
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০৭/০৫/২০২৫ : গতকাল রাত্রি থেকে এখনও পর্যন্ত একটানা পাকিস্তানী গোলাবর্ষণের ফলে ভারতের সীমান্তে অবস্থিত গ্রামগুলিতে মোট ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং ৪৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বেশ কিছুদিন ধরেই শান্তি প্রক্রিয়া চুক্তি লঙঘন করে বিনা প্ররোচনায় পাকিস্তান সীমান্তের ওপার থেকে একটানা গোলাগুলি চালিয়ে চলেছে ভারতীয় গ্রামগুলিকে টার্গেট করে। সেই গুলিতেই ভারতের সীমান্তে থাকা গ্রামগুলিতে ১৫ জন সাধারণ গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং ৪৩ জন মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। এইভাবে সীমান্তের গ্রামগুলিতে থাকা মানুষজনের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে পাকিস্তান।
ভারতের সিঁদুর অপারেশনের পর পাকিস্তানের সেনাবাহিনী ভারত-পাক সীমান্তের গ্রামবাসীদের টার্গেট করেছে। সীমান্তের ওপার থেকে গুলি চালিয়ে চালিয়ে মারছে নিরীহ গ্রামবাসীকে। ভারত তার সিঁদুর অপারেশনে শুধুমাত্র জঙ্গীদেরকেই টার্গেট করেছিল, আর পাকিস্তান টার্গেট করেছে নিরীহ গ্রামবাসীদেরকে। তবে পাকিস্তান শুধুমাত্র গুলিই চালিয়ে ক্ষান্ত হয় নি, তারা শেলিং চালিয়ে যাচ্ছে এক নাগাড়ে। এর ফলে ঘরবাড়ি, পাঁচিল-দেওয়াল ভেঙে পড়েছে সীমান্তের গ্রামগুলিতে। এই গোলাগুলি বর্ষণ সীমান্তের পুঞ্চ ও তাঙধার গ্রামগুলিতে বেশি হয়েছে। এর ফলে ভারতের ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন আহত হয়েছেন। ভারতের তরফ থেকেও যোগ্য জবাব দেওয়া হচ্ছে।