টেস্ট ম্যাচ ফরম্যাট থেকে অবসর নিলেন রোহিত শর্মা 

আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ০৭/০৫/২০২৫ : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। সাদা পোশাকে আর রোহিতকে ক্রিকেট খেলতে দেখা যাবে না. 

রোহিত শর্মা আজ তাঁর ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, “হ্যালো এভরিওয়ান, আমি দেশের হয়ে টেস্ট ফরম্যাট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি সাদা পোশাকে আর কোনোদিন দেশের হয়ে ক্রিকেট খেলতে নামবো না, বছরের পর বছর আমাকে সমর্থন এবং উৎসাহ প্রদান করার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি ওয়ান দে ফরম্যাটে খেলা চালিয়ে যাব বলে ঠিক করেছি। ” ইনস্টাগ্রামে তাঁর এই বার্তার সাথে তাঁর টেস্ট খেলার ক্যাপটির ছবি দেখা যাচ্ছে। 

৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নামছিলেন। রোহিত ২০১৩ সালে টেস্ট ম্যাচ খেলা শুরু করেন ভারতের হয়ে, ৬৭টি টেস্ট খেলে তিনি মোট ৪৩০১ রান করেন। লাল বলে তিনি মোট ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি করেছেন।  ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি মোট ২১২ রান তুলেছিলেন, আর এটাই ছিল তাঁর সেরা টেস্ট পারফর্মেন্স। রোহিত শর্মা ভারতের হয়ে মোট ২৪টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে ভারত ১২টায়  জিতেছে এবং ৯তা ম্যাচে হেরেছে। 

তাঁর ক্রিকেট জীবনে রোহিত শর্মা অসাধারন দক্ষতা দেখিয়ে এসেছেন। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানা নজর কাড়ে।  তবে সম্প্রতি তাঁর ব্যাটিং পারফর্মেন্স নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। তাতাআইপিএল-এ  টি ২০ ম্যাচগুলি নিয়েও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। শেষমেশ আজ তিনি টেস্ট ম্যাচ ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেন।  


Loading

Leave a Comment