
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৫/২০২৫ : আজ রাজ্যে সাতসকালেই দুটি পৃথক দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি নদীয়া জেলায় এবং অপরটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর মধ্যে একটি জায়গায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
প্রথম ঘটনাটি ঘটেছে নদীয়ার করিমপুরের কাছে। এখানে একটি যাত্রীবাহী বাস একটি মারুতি ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার ধরে থাকা একটি গাছে ধাক্কা মারে। বাস ও গাছের মাঝে চার চাকা মারুতি ভ্যান গাড়িটি রীতিমত চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে। এই ঘটনায় মারুতি ভ্যানের মধ্যে থাকা চালক সহ ৫ জনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। বাসযাত্রীদের মধ্যে দুজন আহত হয়েছেন, তাঁদেরকে করিমপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটি কলকাতা থেকে করিমপুরের দিকে যাচ্ছিল আর মারুতি ভ্যানটি সম্ভবত মুর্শিদাবাদ থেকে আসছিলো।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এখানে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশাকে। অটো রিকশার ভিতরে থাকা ৬ জন যাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাঁদেরকে বারুইপুর স্টেট্ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটো রিকশাটি তালগোল পাকিয়ে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে উল্টে পড়ে গিয়েছে, সেটিকে উদ্ধার করার কাজ চলছে। মারুতি গাড়িটির সামনের দিকটা ব্যাপক ক্ষতি হয়েছে। একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে।