
আজ খবর (বাংলা), [রাজনীতি], বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ২০/০৫/২০২৫ : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীবাঁধ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
আত্রেয়ী নদী নিয়ে প্রচুর বিক্ষোভ হচ্ছে। কিছুদিন ধরে এই নদীর ড্যামে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এবার এই নদীর ওপর দেওয়া বাঁধের একাংশ ভেঙে নদীর জলে বয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের দিকেই তোপ দাগলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের বক্তব্য, “রাজ্য সরকারএত উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, যে সেই বন্যায় নদীবাঁধও ভেসে চলে যাচ্ছে।”
আত্রেয়ী নদীর বাঁধের একটি সিঁড়ির অংশ এদিন ভেঙে পড়েছিল। সেই নিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “কয়েক মাস আগেই এখানে ব্রিজ ভেঙে গিয়েছিল, তারপর এই ৪০ ফুটের নদীবাঁধেরও একাংশ ভেঙে পড়ল. মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্যের সর্বত্র উন্নয়নের বন্যা বইয়ে দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু তাঁরই অনুপ্রেরণায় এই ব্যর্থতার দায় কে নেবে ? এটা কি সরকারি ইঞ্জিনিয়ারদের ব্যর্থতা নাকি নির্মাণ সংস্থার জালিয়াতি ? কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্য তৃণমূল শাসনে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। দুর্নীতির জন্যেই এই বাঁধ ভেঙে যাচ্ছে, যা দেখে অর্থ পিশাচদের বেশ খুশি দেখাচ্ছে।”