ভারতের পাশে থাকার বার্তা জাপানের 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক]  টোকিও, জাপান, ২২/০৫/২০২৫ :  ভারতের  সংসদীয় প্রতিনিধি দল জাপানে গিয়ে সেই দেশের  বিদেশমন্ত্রীর সাথে বৈঠক করল এবং সেই বৈঠকে জাপান যে সন্ত্রাসবাদ ইস্যুতে  ভারতের পাশেই থাকবে সেই বার্তাই  দেওয়া হল জাপানের তরফ থেকে। 

বুধবার জেডি (ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বে ভারতের সংসদীয় প্রতিনিধিদের একটি দল জাপানে পৌঁছে সে দেশের বিদেশ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। গতকাল এই দলটি টোকিও শহরের এডোগাওয়া পৌঁছে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে।  আজ একটি বৈঠকে ভারতীয় প্রতিনিধি দল জাপানের বিদেশমন্ত্রীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের বিষয়টি বুঝিয়ে বলেন। এই বৈঠকের শেষে সন্ত্রাসবাদ ইস্যুতে এবং অন্যান্য ইস্যুতে ভারতের পাশেই থাকার বার্তা দেয়  জাপান। 

সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা আমরা জাপানের বিদেশমন্ত্রী তাকেশি তাওয়াইয়াকে বলেছি। তিনি ভারতের বীরত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন।  সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত যে অবস্থান নিয়েছে, যে মনোভাব নিয়েছে, জাপানের বিদেশমন্ত্রী তারও  ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে সব কিছুই তাঁকে জানিয়েছিলেন।  তিনি ভারতীয়দেরও  প্রশংসা করেছেন। সেই সঙ্গে পহেলগাঁওতে যে নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছিল তাঁদের জন্যে শোক জ্ঞাপন করেন। তিনি বলেন যে এই কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। জাপান ভারতের অপারেশন সিঁদুরেরও প্রশংসা করেছে।”

জাপানের এই প্রতিনিধি দলে আছেন জেডিইউ দলের সঞ্জয় কুমার ঝা, কূটনীতিক মোহন কুমার, বিজেপি সাংসদ হেমাঙ্গ যোশী , সিপিআইএম সাংসদ  জন বিট্টাস , তৃণমূল কংগ্রেস সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ  অপরাজিতা সারঙ্গী,  বিজেপি সাংসদ  ব্রিজ লাল ও বিজেপি সাংসদ  প্রধান বড়ুয়া। ভারতের এই প্রতিনিধি দল জাপান ছাড়াও যাবে মালেশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে। 


Loading

Leave a Comment