
আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ১২/০৫/২০২৫ : রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিলই, আজ টেস্ট খেলা থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় দলের ভরসাযোগ্য ব্যাটার বিরাট কোহলি। সাদা পোশাকে ২২ গজের পিচে ব্যাট হাতে নামতে আর দেখতে পাওয়া যাবে না বিরাটকে। সোমবার ১৪ বছরের ক্রিকেট জীবনে অন্তত টেস্ট খেলায় ইতি টানলেন বিরাট। টেস্ট খেলা থেকে অবসরের কথা বিরাট আজ নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাঁকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই।
৩৬ বছর বয়সী বিরাট কোহলি মোট ১২৩টি টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন দেশের হয়ে। তাঁর সংগ্রহে আছে মোট ৯২৩০ রান. এর মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি আর ৩১টি অর্ধ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে তাঁর সেরা ইনিংসটিতে অপরাজিত থেকে মোট ২৫৪ রান তুলেছিলেন। শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্করের পর টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিই চতুর্থ সর্বোচ্য রানের অধিকারী।
টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের পর বিরাট কোহলিকে তাঁর অসামান্য পারফর্মেন্সের জন্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিসিসিআই এবং আইসিসি।