
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] কিভ, ইউক্রেন, ১৩/০৪/২০২৫ : কথাবার্তা চলছিল যুদ্ধবিরতি নিয়ে, আর তার মধ্যে আজ রাশিয়ান মিসাইল আছড়ে পড়ল ইউক্রেনে। মারা গিয়েছেন ইউক্রেনের ২১ জন এবং আহত হয়েছে ৮৩ জন মানুষ।
রবিবার ছুটির দিনে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি শহরে একটি চার্চের সামনে সগর্জনে আছড়ে পড়ল রাশিয়ান মিসাইল। নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হল সেই জায়গাটি। মারা গেলেন ২১জন মানুষ। গুরুতর আহত হয়েছেন মোট ৮৩ জন. তাঁদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অন্তত ৮৩ জন মানুষ গুরুতরভাবে জখম হয়েছেন রাশিয়ার মিসাইল আক্রমণের জন্যে। ঐ ৮৩ জনের মধ্যে ৮ টি শিশুও রয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার মিসাইল আক্রমণের তীব্র নিন্দা করেছেন এবং মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন।
জেলেনস্কি বলেছেন, “রাশিয়া যেখানে মিসাইল নিক্ষেপ করেছে, সেখানে রয়েছে সাধারণ মানুষের বাড়িঘর, স্কুল, চার্চ ইত্যাদি। এইসব জায়গায় বোমা নিক্ষেপ করলে সাধারণ মানুষেরই মৃত্যু হবে তা জেনেও রাশিয়া এই কাজ করেছে। আমরা যখন যুদ্ধ থামানোর প্রস্তাব পেয়ে কাজ করছি, তখন রাশিয়া সাধারণ মানুষকে মেরে যুদ্ধটাকে আরও লম্বা করার ব্যবস্থা করছে। এভাবে শান্তি ফেরে না. আর সেটা রাশিয়ার বোঝা উচিত। ইউরোপীয় দেশ এবং অন্যান্য দেশগুলি নিশ্চয়ই এর প্রতিক্রিয়া দেবে। রবিবার ছুটির দিনে মানুষ যখন চার্চে গিয়ে ভীড় করে, তখন সেইসব পুণ্যার্থীদেরকে মিসাইল দেগে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছে রাশিয়া। “