দ্বিমুকুট জয়ী মোহনবাগান 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৪/২০২৫ :  যুবভারতী ক্রীড়াঙ্গনের  সুন্দর সবুজ মাঠে ব্যাঙ্গালুরুকে হারিয়ে আইএসএল ২৪-২৫ জিতে নিল  মোহনবাগান সুপার জায়ান্টস। 

আই এস এলের ফাইনাল দেখতে যুবভারতীর মাঠে ভীড় হয়েছিল খুব. অসংখ্য মানুষ টিভির পর্দাতেও চোখ রেখেছিলেন।  আইএসএল ফাইনাল বলে কথা ! দুই দলই হাড্ডাহাড্ডি থেকেছে। বল পজেশন ব্যাঙ্গালুরুর দিকে বেশি থাকলেও ম্যাচটা জিতে শেষ বাজি কিন্তু মারল সবুজ মেরুন শিবিরই।  খেলার ফলাফল হয়েছে ২-১; 

মোহনবাগানের হয়ে গোল করেছেন কামিংস এবং ম্যাকলারেন। আলবার্তোর আত্মঘাতী গোলে ব্যাঙ্গালুরুর স্কোরবোর্ডে ১টি গোল যুক্ত হয়ে যায়. এই গোলের জেরেই দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গিয়েছিল ব্যাঙ্গালুরু। ৭২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। পেনাল্টি থেকে খেলার সমতা ফেরায় বাগান। ফল হয় ১-১; এরপর অতিরিক্ত সময় শুরু হতে না হতেই জয়সূচক গোল পেয়ে যায় ম্যাকলারেন। মোহনবাগানই  প্রথম দোল যারা ঘরের মাঠে চ্যাম্পিয়ান হল. লীগ শিল্ড জয়ের পর আইএসএল জিতে দ্বিমুকুট জয়ী হল মোহনবাগান। 


Loading

Leave a Comment