রাসবিহারী বসুর সমাধিতে মাল্যদান ভারতের প্রতিনিধি দলের 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], টোকিও, জাপান, ২৪/০৫/২০২৫ :  সন্ত্রাসবাদের বিরোধিতার বার্তা দিয়ে পাশে থাকার আহবান জানিয়ে ভারত যে যৌথ প্রতিনিধি দল জাপানে পাঠিয়েছে, সেই দল আজ টোকিও শহরে গিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিতে মাল্যদান করেছে। 

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন জেডি (ইউ) দলের সংসদ সঞ্জয় কুমার ঝা. আর এই দলেই আছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  বিপ্লবী রাসবিহারী বসুর জন্মবার্ষিকীতে ভারতীয় প্রতিনিধি দল টোকিওর তামা সিমেট্রিতে গিয়ে তাঁর সমাধিতে মাল্যদান করেন। সেখানে গিয়ে এই দলের নেতা সঞ্জয় কুমার ঝা বলেন, খুবই ভালো লাগছে এখানে এসে. বিপ্ল্যানী রাসবিহারী বসুর কর্মকান্ড সম্পর্কে দেশবাসী পরিচিত, তাঁর থেকে আমরাও সাহসিকতার অনুপ্রেরণা পাই. 

এদিন সকালে ভারতীয় প্রতিনিধি দল টোকিওর ভারতীয় দূতাবাসে গিয়ে প্রবাসী ভারতীয়দের সাথে সাক্ষাৎ করে। সেখানে পহেলগাঁও হত্যাকান্ড, অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। ভারতের প্রতিনিধি দলটি জাপান থেকেই পূর্ব ও দক্ষিণ পূর্ব ভারতের দেশগুলোতেও সফর করবে। 


Loading

Leave a Comment