
আজ খবর (বাংলা), [খেলা] মুম্বই , মহারাষ্ট্র, ২৪/০৫/২০২৫ : ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। সহ অধিনায়ক হলেন উইকেট কিপার তথা ব্যাটার ঋষভ পন্থ। আসন্ন ইংল্যান্ড সিরিজে এঁদের অধিনায়কত্বেই টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত।
বিসিসিআইয়ের সদর দপ্তরে আজ বৈঠক হয়েছে, সেই বৈঠক পৌরহিত্য করেছেন বিসিসিআই সম্পাদক দেবজিৎ শইকিয়া। ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে যশপ্রীত বুমরার নাম এগিয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে তিনি অধিনায়কত্বের তালিকায় নেই.। এছাড়া অধিনায়ক হিসেবে নাম ছিল কে এল রাহুলের। তাঁর বয়স এখন ৩৩, তাই তাঁর বয়সের কথা বিবেচনা করে তরুণ শুভমন গিলকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।
ইংল্যান্ড টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন, তিনি বাংলার হয়ে ১০১টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে ২৯টি অর্ধশত রান রয়েছে এবং ২৭টি সেঞ্চুরি আছে। যদিও গতবার অস্ট্রেলীয় সিরিজে সুযোগ পেয়েছিলেন অভিমন্যু, কিন্তু চার ইনিংসে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৩৬ রান। ভারতীয় টেস্ট দল থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা সরে দাঁড়ানোর পর একাধিক তরুণ ক্রিকেটার জায়গা পেতে শুরু করেছেন ইন্ডিয়া টিমে । যেমন সাই সুদর্শন, করুন নায়ার ইত্যাদি। ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার মহম্মদ শামি। চূড়ান্ত ফিটনেসের অভাবে তিনি বাদ পড়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগারকার।