আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা ,পশ্চিমবঙ্গ , ২৪/০৫/২০২৫ : প্রধানমন্ত্রীর পৌরোহিত্য নীতি আয়োগ বৈঠকে যোগ দিলেনই না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার দিল্লীতে ভারত মণ্ডপমে নীতি আয়োগ বৈঠকে যোগ দিতে গেলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিকশিত রাজ্য, বিকশিত ভারত@২০৪৫’ শীর্ষক ঐ বৈঠকে রাজ্যগুলির তথা দেশের সমগ্র উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। ২০৪৫ সালের মধ্যে দেশকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার একটা রূপরেখা তৈরি করার কথাও ছিল। সেই এজেন্ডা অনুযায়ী দেশের মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট প্রশাসকদের উপস্থিত থাকার কথা ছিল।
এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি গরহাজির থাকলেন। তবে এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের থাকার কথা ছিল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশের মুখ্যমন্ত্রী ও উপ রাজ্যপালের নীতি আয়োগ বৈঠকে হাজির ছিলেন দেশের প্রায় সব মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালরা। আজ বৈঠকে অনুপস্থিত থাকলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।