রাজ্যের কাছে কসবা কাণ্ডের পূর্নাঙ্গ রিপোর্ট চাইল হাইকোর্ট 

ঘটনার রিপোর্ট যেমন দিতে হবে, তেমনই এই মামলায় পুলিশি তদন্তের অগ্রগতির রিপোর্টও   দিতে হবে হাইকোর্টকে। 

আজ খবর (বাংলা), [রাজ্য], ককলকাটা, পশ্চিমবঙ্গ, ০৩/০৭/২০২৫ : রাজ্য সরকারের থেকে কসবা আইন কলেজে গনধর্ষনের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট প্রশ্ন তুলেছে কেন এই মামলায় ঐ  কলেজের গভর্নিং বডিকে অন্তর্ভুক্ত করা হয় নি।

গত ২৫শে  জুন দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে আইন কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।  দিন দুয়েকের মধ্যেই এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। এই ঘটনার খবর পেয়ে ফের আলোড়ন সৃষ্টি হয় গোটা রাজ্যে। পুলিশ জানিয়েছিল এই ঘটনার জেরে মূল তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা ঘটার মাত্র ২৪ঘন্টার মধ্যেই অভিযুক্তেরা পুলিশ হেফাজতে চলে যায়। এরপর আরও একজন নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। 

সাংবাদিক বৈঠক করে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে এই ঘটনার অভিযুক্তরা কেউ পার পাবে না। তাদের কঠোর শাস্তিপেতে হবে। দেখা যায় এই ঘটনার অভিযুক্তেরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। তা সত্বেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলা হয়।  বিজেপির তরফ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। তাঁরা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছিলেন তবে ভিডিও করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হন বলে অভিযোগ উঠেছে। 

গত মঙ্গলবার আলিপুর আদালত অভিযুক্তদের আগামী ৮ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। চতুর্থ অভিযুক্তকে অবশ্য ৪ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। 


Loading

Leave a Comment