মেয়ের রহস্যমৃত্যুর অনুসন্ধানে নেমে শিল্পী সেনগুপ্তা  হয়ে ওঠেন ‘ম্যাডাম সেনগুপ্তা’

মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন ছবি ম্যাডাম সেনগুপ্তা, ছবিতে উঠে আসতে  পারে রাজ্যের বর্তমান বাস্তব চিত্রগুলি। 

আজ খবর (বাংলা), [বিনোদন],  কলকাতা,পশ্চিমবঙ্গ, ০৩/০৭/২০২৫ :   মেয়ের রহস্য মৃত্যু নিয়ে তদন্তে  নামছেন ম্যাডাম সেনগুপ্তা।  নতুন এই বাংলা ছবিতে টান  টান উত্তেজনায় উঠে আসতে পারে রাজ্যের বর্তমান চিত্রগুলি। অর্থাৎ বাস্তবমুখী রাজনৈতিক চিত্রগুলি। 

আগামীকাল মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ‘ম্যাডাম সেনগুপ্তা’।  যিনি একজন বিখ্যাত কার্টুনিস্ট, যাঁর তরুণী মেয়ে ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। একদিন হঠাৎ তার রহস্যমৃত্যু হয়।  প্রাথমিক আঘাত কোনো রকমে কাটিয়ে তার মা একজন প্রখ্যাত শিল্পী হয়েও সত্যের অনুসন্ধানে নেমে পড়তে চান. তাঁর এই অনুসন্ধান পর্বে রাজ্যের বর্তমান পরিস্থিতি ফুটে উঠতে চায় দর্শকদের সামনে। নানা ঘাত  প্রতিঘাত কাটিয়ে শিল্পী সেনগুপ্ত হয়ে ওঠেন ‘ম্যাডাম সেনগুপ্তা’।  

‘ম্যাডাম সেনগুপ্তা’  ছবিটি প্রযোজনা করেছেন প্রদীপ কুমার নন্দী (নন্দী মুভিজ), পরিচালা করেছেন সায়ন্তন ঘোষাল। মুখ্য চরিত্রে অর্থাৎ ম্যাডাম সেনগুপ্তা  হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তা , এছাড়াও অন্যান্য চরিত্রগুলিতে অভিনয় করেছেন রাহুল বোস , অনন্যা  চ্যাটার্জি, কৌশিক সেন, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জি, শান্তিয়াল মুখার্জি, রতন সরখেল, রৌনক দে ভৌমিক ও ইন্দ্রনীল ভট্টাচার্য্য। ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনুপম রায় এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। 


Loading

Leave a Comment