রাজ্যপালকে নিয়ে যাওয়া হল বেসরকারি হাসপাতালে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৪/২০২৫ :  রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কলকাতার ইস্টার্ন কমান্ড হাসপাতাল থেকে একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

রাজ্যপাল সি ভি আনন্দ বোস  মুর্শিদাবাদে হিংসা পীড়িতদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরে এসেই তিনি বুকে অস্বস্তি অনুভব করেন।  বুকে একটা চাপ চাপ ভাব ছিল বলে তিনি জানিয়েছেন। রাজভবনের  চিকিৎসক তাঁকে হাসপাতালে যাওয়ার কথা  বলেন। এরপর রাজ্যপালকে ইস্টার্ন কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা তাঁর চিকিৎসা শুরু করেন। 

শালবনি যাওয়ার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে কমান্ড হাসপাতালে গিয়েছিলেন। এরপর আজ রাজ্যপালকে ইস্টার্ন কমান্ড হাসপাতাল থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  এই হাসপাতালে  নিয়ে এসে নতুন করে ফের তাঁর চিকিৎসা শুরু করা হয়। বেসরকারি এই  হাসপাতাল সূত্রে জানানো হয়েছে রাজ্যপালের শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। 


Loading

Leave a Comment