
আজ খবর (বাংলা), [দেশ], অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর, ২২/০৪/২০২৫ : কাশ্মীরে আক্রান্ত পর্যটকেরা। পহেলগাঁও-এর কাছে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালালো জঙ্গীরা। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পর পর গুলির শব্দ শোনা গিয়েছে পহেলগাঁও-এর ওপরের দিকে থাকা বায়সারণ উপত্যকা থেকেও।
এখন কাশ্মীরে টিউলিপের সিজন চলছে। কাশ্মীর উপত্যকায় খুব ভালো ফোটে এই টিউলিপ। অনেকেই বিশাল এলাকা জুড়ে চাষ করেন টিউলিপ। নানান রং বেরঙের টিউলিপ দেখতে দেশ ও বিদেশ থেকে ভীড় করেন পর্যটকেরা। এদিন জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এর কাছে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র জঙ্গীরা। গুলি চালানোর ঘটনায় ৬ জন পর্যটক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে কাশ্মীর পুলিশ সূত্রে।
সাধারণত পর্যটকদের উদ্দেশ্যে গুলি চালায় না জঙ্গীরা। কিন্তু এতটাই হিংসা সম্বল করে এই জঙ্গীরা প্রতিবেশী দেশ থেকে লুকিয়ে এই দেশে ঢোকে, যে সাধারণ মানুষ এমনকি ভিনরাজ্য বা বি দেশ থেকে আসা পর্যটকদের ওপরেও গুলি চালাতে তাদের এখন আর বাধে না। গত কয়েকমাস যাবদ নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে পাক মদতপুষ্ট জঙ্গীরা। সেই কারণেই বোধ হয় নিজেদের টার্গেট হিসেবে এবার এই নরাধমরা নিরস্ত্র সাধারণ মানুষ ও পর্যটকদেরকে টার্গেট হিসেবে বেছে নিয়েছে। একে রীতিমত কাপুরুষতা বলা যেতে পারে।
গুলি চলতেই গোটা এলাকা কর্ডন করে ঘিরে নিয়েছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন এলাকায় চিরুনি তপল্লাশি চালানো হচ্ছে। আহতদেরকে ভর্তি করা হয়েছে অনন্তনাগ হাসপাতালে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর অসংখ্য পর্যটক অনন্তনাগ হয়ে পাহেলগাঁওতে আসেন হিমালয়ের নৈসর্গিক শোভা দেখতে। এই এলাকায় জঙ্গীদের গুলি চালানোর ঘটনা ঘটায় যে যেখানে আছেন পর্যটকেরা দ্রুত কাশ্মীর ছাড়তে চাইছেন। পর্যটকদের কেউ আর কাশ্মীরে থাকতে চাইছেন না।
উল্লেখ্য, আর কিছুদিন পরেই শুরু হবে অমরনাথ যাত্রা, আর সেই উপলক্ষে গোটা দেশে চলছে রেজিস্ট্রেশন। অমরনাথ যেতে হলে এই পহেলগাঁও থেকেই হাঁটা পথ শুরু হয়. পহেলগাঁও-এর নৈসর্গিক শোভা অসাধারণ। সারা বছর এই এলাকায় পর্যটক থাকে, আর বর্তমানে চলছে পিক সিজন। তাই ভীড় একটু বেশি। এই অবস্থায় জঙ্গী নিশানায় পর্যটকেরা পড়লে তা কাশ্মীর পর্যটনে ভাঁটার কারন হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। (দুপুরের খবর )
আরও পড়ুন : কিছুক্ষন আগেই খবর পাওয়া গিয়েছে যে পহেলগাঁওতে জঙ্গীদের গুলি চালনার ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন জখম হয়েছেন। বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে অনন্তনাগ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন একজনের মৃত্যু হয়েছে। যদিও জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো রিপোর্ট এখনো দেওয়া হয় নি. এ ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপরেই নির্ভর করতে হচ্ছে। প্রশাসন জানিয়েছে। এখনো পুরো বিষয়টা স্পষ্ট নয়. তাই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গেলে প্রশাসন যা কিছু জানবার তা জানাবে। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
গোটা ঘটনায় নিজের হতাশা এবং ক্রোধকে চেপে রাখতে পারেন নি মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। তিনি গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে তিনি জঘন্য আখ্যা দিয়েছেন। ওমর আব্দুল্লা জানিয়েছেন এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। তাঁর কাছে এই ধরনের ঘটনা রীতিমত অবিশ্বাস্য।
ন্যাশনাল কনফারেন্সের নেতা ইমরান নবী দার বলেছেন, ” কাশ্মীর পর্যটনে আজকের দিনটা কালা দিবস হয়ে রইল. আর কয়েক দিনের মধ্যেই কাশ্মীর পর্যটনে পিক সিজন শুরু হতে চলেছে, আর তার মুখেই এই ধরনের ঘটনা ঘটে গেলো। আমি গভর্নর জেনারেলের কাছে আবেদন জানাচ্ছি যাতে দ্রুত অপরাধীদের খুঁজে বের করা হয়। “
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে আছেন সৌদি আরব সফরে। তিনি জেড্ডা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন; কাশ্মীরের ব্যাপারে যা কিছু পদক্ষেপ নেওয়ার তা যেন গুরুত্ব সহকারে করা হয় বলে নির্দেশ দিয়েছেন। অমিত শাহকে প্রধানমন্ত্রী সশরীরে অনন্তনাগ জেলার পহেলগাঁওতে যেতে বলেছেন। এবং যা কিছু প্রয়োজন সেইমত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আগামী এক বা দুদিনের মধ্যেই হয়ত অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করবেন।
(বিকেলের খবর)
NEWS UPDATE : আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, মোট ২৮ জন নিরীহ পর্যটকদের ঠান্ডা মাথায় গুলিতে ঝাঁঝরা করে হত্যা করেছে জঙ্গীরা। এঁদের মধ্যে দুজন ছিলেন বিদেশী। একজন বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর নাম বিতান অধিকারী, বাড়ি কলকাতার বৈষ্ণবঘাটায়। জঙ্গীরা পর্যটকদের পরিচয় জেনে নিয়ে তাদেরকে হত্যা করেছে। পুরুষদের প্যাণ্ট খুলিয়ে পরীক্ষা করেছে, তারপর গুলি মেরেছে। এই হত্যা তাণ্ডবের দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী লস্কর ই তৈবা।
এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে গিয়েছেন শ্রীনগরে। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সেনাবাহিনীর তিন প্রধান আছেন কাশ্মীরে। গোটা কাশ্মীর জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। নরেন্দ্র মোদী তাঁর সৌদি আরব সফর কাট ছাঁট করে আগামীকাল ভোরেই ফিরে আসছেন দেশে। তিনি বলেছেন কোনোভাবেই রেহাই পাবে না জঙ্গীরা। দরকার হলে ঘরে ঢুকে লস্কর ই তৈবাকে শেষ করে দেওয়া হবে। এই হত্যাকাণ্ডের তদন্ত করছে এনআইএ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যটকদের ওপর এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে। জানা গিয়েছে আততায়ী জঙ্গীরা এসেছিল ছয় বা সাতজন। কিভাবে এবং কত দ্রুত এই জঙ্গীরা ধরা পড়ে এখন সেদিকেই সবার নজর থাকবে। আগামীকাল জম্মু ও কাশ্মীরে বনধ ডাকা হয়েছে। (সন্ধ্যাবেলার খবর)