রাজ্যে হিংসা ছড়াচ্ছে মমতার সমর্থনেই : বিজেপি 


আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ১২/০৪/২০২৫:   
ওয়াকফ সংশোধনী আইনের  প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়াগায় হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে।  এখনো পর্যন্ত মোট ৪ জনের মৃত্যুও হয়েছে। এই ঘটনার জন্যে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই সমস্ত দশ চাপাতে শুরু করেছে। 

বিজেপির তরফ থেকে বলা হয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী ও হিন্দু বিদ্বেষীদেরকে রক্ষা করছেন। হিন্দু বিরোধী এই হিংসাকে বিজেপি রাজ্য সরকারের স্পন্সর্ড বলে আখ্যা দিয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, হিন্দু বিরোধিতাকেই টার্গেট করা হয়েছে। সবকিছু সেদিকেই এগোচ্ছে। আর এই ধরনের ঘটনাকে সমর্থন এবং উৎসাহিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও।”

বিজেপির পরোক্ষ থেকে মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, “তৃণমূল কংগ্রেস এখন রাতিকরণের রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং শ্যামাপ্রসাদের পবিত্র ভূমিকে  তুষ্টিকরনের ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে। একদিকে মমতার পুলিশ চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠি আর বেটন চার্জ করছে, কেননা এসএসসি ইস্যুতে তিনি ধরা পরে গিয়েছেন। আর এক দিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, অথচ পুলিশ হাত গুটিয়ে বসে থাকছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন প্রবল সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাংসদ সুকান্ত মজুমদার। আজ ফের মুর্শিদাবাদ জেলায় হিংসার আগুন ছড়িয়েছে। সেই আগুন পুড়িয়ে দিয়েছে যানবাহনকে। নতুন করে অশান্তি ছড়িয়েছে সামসেরগঞ্জ, ধুলিয়ানে। ওয়াকফ আন্দোলনের সুযোগ নিয়ে মুর্শিদাবাদের স্টাইলবাজারে লুঠপাঠ চালানো হয়েছে, সেই দৃশ্য দেখে বাংলাদেশের কথা মনে পরে যাচ্ছে। 


Loading

Leave a Comment