যতক্ষণ না সব পাক জঙ্গী খতম হচ্ছে, এনকাউন্টার চলবে, জানালো সেনাবাহিনী 

আজ খবর (বাংলা), [দেশ], কিস্তোয়ার, জম্মু ও কাশ্মীর, ১২/০৪/২০২৫ : গত কয়েকদিন ধরেই প্রবল গুলিবৃষ্টি চলছে জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার অঞ্চলে। 

ওই অঞ্চলের ছাত্রু  অরণ্যের মধ্যে গত কয়েকদিন ধরেই জঙ্গীদের সাথে এনকাউন্টার চালিয়ে চলেছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।  সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে ঐ  অরণ্যে যতক্ষণ না সব জঙ্গীকে খতম করা হচ্ছে, ততক্ষন এনকাউন্টার বন্ধ করা হবে না. ঐ  অরণ্যে এখনো গুলির বৃষ্টি থামে নি।  

গত ৯ তারিখে কাশ্মীর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, কিস্তোয়ার এলাকায় সশস্ত্র জঙ্গীরা লুকিয়ে আছে. কাল বিলম্ব না করে নিরাপত্তা বাহিনী ঐ  অরণ্যে তল্লাশি চালাতে শুরু করে।  প্রথম দিকে এই জঙ্গীরা অরণ্যাঞ্চলের বাইরে গ্রামের কাছাকাছি ছিল. কিন্তু নিরাপত্তা বাহিনীকে দেখেই তারা অরণ্যের ভিতরে ঢুকে যায়। 

এরপর ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা গোটা এলাকাকে ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। ১০ তারিখ সারাদিন তল্লাশি চালানো হয়। জওয়ানরা বুঝতে পারেন জঙ্গীরা অরণ্যে লুকিয়ে রয়েছে।  এরপর জওয়ানরা অরণ্যে প্রবেশ করতেই গুলি ছুটে আসে. শুরু হয়ে যায় প্রবল গুলিবর্ষণ। 

১০ তারিখ থেকে লাগাতার গুলির বৃষ্টি চলতে থাকে। এনকাউন্টার চলেছে আজও।  শুক্রবার ১জন জঙ্গীকে খতম করা হয়, শনিবার ৩ জন জঙ্গী এবং আজ ২ জন জঙ্গীকে খতম করা হয়েছে। এনকাউন্টার চলছে এখনও।  মৃত সব জঙ্গি পাকিস্তানি বলে জানানো হয়েছে বাহিনীর তরফ থেকে। 

ছাত্রু  অরণ্যকে কার্যত ঘিরে ধরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে ঐ  অঞ্চলে যতক্ষণ না সমস্ত জঙ্গীকে নিকেশ করা হচ্ছে, ততক্ষন পর্যন্ত অপারেশন চালিয়ে যাওয়া হবে। নিরাপত্তা বাহিনীতে অংশ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের জওয়ানরা। এই অপারেশনে ব্যাপকভাবে সহায়তা করছেন ঐ  এলাকার গ্রামবাসীরা। 


Loading

Leave a Comment