রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন : বিজেপি 

রাহুল গান্ধী, কংগ্রেস

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২০/০৫/২০২৫ :  ভারতীয় জনতা পার্টি অভিযোগ করে বলেছে দেশের বিরোধী দলের নেতা পাকিস্তানের ভাষায় কথা বলছেন। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বিজেপি নেতারা সমালোচনার সুর চড়িয়েছেন। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানতে চেয়েছিলেন যে ‘অপারেশন সিঁদুরের জন্যে ভারতীয় সেনাবাহিনীর মোট কয়টি বিমান ধ্বংস হয়েছিল ?’  রাহুল গান্ধীর এই প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য নেতারা  মুখ না খুললেও, বিজেপির নেতা ও মুখপাত্র সি আর কেশবন রাহুল গান্ধীকে এক হাত নিয়েছেন এবং বলেছেন, “দেশের বিরোধী দলের নেতা এখন পাকিস্তানের ভাষায় কথা বলছেন। দেশ ও সেনাবাহিনীকে তিনি সন্দেহের চোখে দেখছেন। তিনি ফ্যাক্ট জানতে চাইছেন।”

বিজেপির তরফ থেকে কেশবন বলেছেন, “রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হওয়া  সত্বেও দেশ এবং সরকারকে একেবারেই বিশ্বাস করতে পারছেন না।  এমনকি তিনি দেশের সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছেন না। তাঁর এখন প্রমান চাই। রাহুল গান্ধী যে ভাবে বক্তব্য রেখেছেন, এইভাবে পাকিস্তানের কোনো প্রচার আধিকারিক কথা বলেন। দেশের বিরোধী দলনেতা এখন পাকিস্তানের ভাষাতেই কথা বলছেন। সেই ভাষাতেই প্রশ্ন করছেন।”

“রাহুল গান্ধী ফ্যাক্ট জানতে চাইছেন, তিনি দেশ ও সেনাবাহিনীকে বিশ্বাস করেন না” : কেশবন (বিজেপি)

কেশবন বলেন, “রাহুল গান্ধী জানতে চেয়েছেন অপারেশন সিঁদুরের সময় কয়টি ভারতীয় যুদ্ধবিমান নষ্ট হয়েছিল। রাহুল গান্ধীর করা এই টুইটকে পাকিস্তান এবার প্রচারের অঙ্গ হিসেবে তুলে ধরেছে। রাহুল গান্ধীর এই প্রশ্নটিকে এবার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। রাহুল গান্ধীই যেন পাকিস্তানের পোস্টার  বয়।  এই টুইটকে কেন্দ্র করে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মজা করতে শুরু করেছে, রীতিমত ব্যঙ্গ করতে শুরু করেছে।”

কেশবন এরপর ১১ই মে তারিখে অপারেশন সিঁদুর নিয়ে যে সাংবাদিক বৈঠক হয়েছিল, সেটির কথা তুলে ধরে জানিয়ে দেন, “এই প্রেস ব্রিফিংয়ে সব কিছু বলা হয়েছিল। সেখানে সব তথ্য আছে, তবে রাহুল গান্ধী অবশ্য ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারেন না।”


Loading

Leave a Comment