
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক ], নতুন দিল্লী, ভারত, ১৯/০৫/২০২৫ :: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট অসুস্থ জো বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ও তাঁর পরিবারকে পাশে থাকার বার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অসুস্থ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে। খবর পেয়ে কিছুটা ভেঙে পড়লেও নিজেকে সামলে নিয়েছেন বাইডেন। স্ত্রী জিল-এর সাথে এক ফ্রেমে হাসিমুখে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে বাইডেন এবং তাঁর স্ত্রী জিলকে হাসিমুখেই দেখা গিয়েছে। বাইডেনের দ্রুত আরোগ্য বার্তা দিয়েছেন তাঁর সহকর্মীরা এবং আমেরিকা সরকারের অন্যান্যরাও।
বাইডেনের আরোগ্য চেয়ে বার্তা দিয়েছেন আমেরিকার আর এক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা। ৮২ বছর বয়স্ক বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জো বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বাইডেনের প্রস্টেট ক্যান্সার যথেষ্ট বেড়ে গিয়েছে, এবং এখন তা রয়েছে গ্রেড গ্রূপ ৫এ. তাঁর গ্লিসন স্কোর ৯;
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্রুত আরোগ্য চেয়ে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ““ডঃ জিল বাইডেন এবং তাঁর পরিবারের পাশে আছি।”
প্রধানমন্ত্রী এক্স –এ পোস্ট করেছেন, “জো বাইডেনের স্বাস্থ্যের খবর শুনে গভীর উদ্বিগ্ন। ওঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য শুভেচ্ছা জানাই। আমরা ডঃ জিল বাইডেন ও তাঁর পরিবারের পাশে আছি।”