
আজ খবর (বাংলা), নেইপিডাও , মায়ানমার, ২৮/০/২০২৫ : মায়ানমারে আজ প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প হয়েছে থাইল্যান্ডেও। এছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের কয়েকটি রাজ্যেও।
আজ সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে। পরপর দুইবার ভূমিকম্পের ঝটকায় কেঁপে ওঠে মায়ানমারের মাটি। প্রথমবার ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.২ এবং আফটার শ’কে দ্বিতীয়বার ভূকম্পনের মাত্রা ছিল ৭.১ . বলে জানা গিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ছিল আজকের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্প হতেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে তাঁরা রাস্তা দিয়ে দৌড়াতে থাকেন। মায়ানমারে বন্ধ রাখা হয়েছে স্কুল ও বিমানবন্দর।
আর একটি বক্তব্য অনুযায়ী মায়ানমারে আজ দুই মিনিটের মধ্যেই যে দুবার ভূমিকম্প হয়েছে তার প্রথমটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৬ এবং পরেরটি ছিল ৬.৪; এই ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই খবর এখনও পাওয়া যায় নি। পাশাপাশি থাইল্যান্ডেও প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। মায়ানমার এবং থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বহুতল, সেতু। ধ্বংসস্তূপের ভিতরে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হয়েছে। ব্যাঙ্কক সহ থাইল্যান্ডে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
সময় যত এগোচ্ছে ততই ভূমিকম্পের তাণ্ডৰ কতটা ছিল তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমার ও থাইল্যান্ডের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বিদেশ মন্ত্রককে প্রস্তুত থাকতে বলেছেন। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে থাইল্যান্ড ও মায়ানমার সরকারের সাথে। আজ প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে ১টা বেজে ৩ মিনিট নাগাদ। ভূমিকম্পে কেঁপে ওঠে মেঘালয় সহ পূর্ব গারো পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। মেঘালয়ে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪; মেঘালয় থেকেও সেভাবে বিরাট কোনো ক্ষয় ক্ষতির খবর এসে পৌঁছায় নি।