
আজ খবর (বাংলা), [দেশ], ভারত, ২৮/০৩/২০২৫ : রেকর্ড অর্থ বরাদ্দ করে কেন্দ্র সরকার অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার কিনতে চলেছে। এই যুদ্ধ হেলিকপ্টারগুলো শত্রু দেশের ঘুম ছুটিয়ে দিতে সক্ষম।
কেন্দ্র সরকার এবার মোট ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার ক্রয় করার জন্যে বরাত দিতে চলেছে। অত্যাধুনিক এই যুদ্ধ হেলিকপ্টারগুলো ক্রয় করতে ভারত সরকার মোট ৬২ হাজার কোটি টাকা ব্যয় করতে চলেছে। শত্রুর কপালে ভাঁজ ফেলে দেওয়া এই লাইট কম্ব্যাট হেলিকপ্টারগুলি তৈরি হবে ভারতের কর্ণাটক রাজ্যের তুমকুর ও ব্যাঙ্গালোরে। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর জন্যে এই হেলিকপ্টারগুলিকে তৈরি করবে হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড।
লাইট কমব্যাট হেলিকপ্টারগুলির নাম হল ‘প্রচন্ড’। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই প্রচন্ড হেলিকপ্টার শত্রুদেরকে নিমেষে নাস্তানাবুদ করতে অত্যন্ত পারদর্শী। আকাশ থেকে মাটিতে অথবা আকাশ থেকে আকাশেই নিখুঁত নিশানায় নির্ভুল মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। এছাড়াও অতি দ্রুততার সাথে গুলির বৃষ্টি করে শত্রু শিবিরকে তছনছ করে দিতে পারে। বোমাও নিক্ষেপ করতে পারে। ভূমি থেকে ৫০০০ মিটার উচ্চতাতেও এই হেলিকপ্টার টেক অফ বা ল্যান্ড করতে পারে অনায়াসে। এছাড়াও রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। গত বছর জুন মাসেই নির্মাতা সংস্থা HAL এই কমব্যাট হেলিকপ্টারগুলো তৈরি করার জন্যে টেন্ডার পেয়ে গিয়েছিল। এবার অতি দ্রুত ভারতীয় সেনা ও বায়ু সেনার ভাণ্ডারে যুক্ত হবে এই ‘প্রচন্ড’ হেলিকপ্টারগুলো।
এরপরেও প্রাথমিকভাবে আরও ৮৩টি এবং পরবর্তীতে আরও ৯৭টি লাইট কমব্যাট এয়ারক্রাফটের অর্ডার দিতে চলেছে কেন্দ্র সরকার। এছাড়া চলতি সপ্তাহেই স্বাক্ষরিত হয়েছে আর একটি নতুন টেন্ডারে, যেখানে মোট ৩০৭টি বিধ্বংসী হাউইৎজার কামান কিনতে চলেছে ভারত সরকার। খরচ বরাদ্দ করা হয়েছে মোট ৭০০০ কোটি টাকা।