পঞ্চভূতে বিলীন হল মনোজ কুমারের নশ্বর  দেহ 

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই , মহারাষ্ট্র, ০৫/০৪/২০২৫ :  মুম্বইয়ের প্রবীণ অভিনেতা মনোজ কুমারের শেষকৃত্য সম্পন্ন হল আজ। মুম্বইয়ের  ভিল্লে পারলে  অঞ্চলে পবন হংসে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হল অত্যন্ত মর্যাদার সাথে। 

গতকাল ভোরবেলায় কোকিলাবেন আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন বলিউডের  অভিনেতা  মনোজ কুমার, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।  অধুনা পাকিস্তানের এবোটাবাদে জন্মগ্রহন করেছিলেন ঋষিকৃষাণ  গোস্বামী, সিনেমায় এসে তাঁর নাম হয় মনোজ কুমার। আর সেই নামেই বিখ্যাত হয়ে যান তিনি। সারা জীবনে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন তিনি, অনেক ছবির পরিচালনা এবং প্রযোজনা করেছেন। পেয়েছেন পদ্মশ্রী এবং দাদাসাহেব ফালকে। তাঁর পরিচালিত উপকার ছবি জাতীয় পুরস্কারও পেয়েছিল। 

আজ তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে সরকারীই মর্যাদার সাথে। ফুলে ঢেকে থাকা তাঁর মৃতদেহকে মুড়ে দেওয়া হয়েছিল জাতীয় পতাকায়, তারপর তাঁর নশ্বর দেহকে এস্কর্ট করে নিয়ে যাওয়া হয় শ্মশানের দিকে। এদিন তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সেলিম খান, আরবাজ খান, প্রেম চোপড়া, রাজপাল যাদব  সহ অন্যান্য অভিনেতারা। এক আবেগ ঘন মুহূর্তে মনোজ কুমারের চিতায় অগ্নি সংযোগ করলেন পুত্র কুণাল  গোস্বামী। 


Loading

Leave a Comment