পাকিস্তানকে ৩-০ সিরিজে হারাল নিউজিল্যান্ড 

আজ খবর (বাংলা) [খেলা] মাউন্ট মাউনগিনাই ,  নিউজিল্যান্ড, ০৫/০৪/২০২৫ :   প্রত্যাশা মতোই এক দিবসিয়ো  ক্রিকেট সিরিজের তিনটি পর পর ম্যাচে তিনটিতেই পাকিস্তানকে হেলায় হারিয়ে দিল নিউজিল্যান্ড। পাকিস্তান সিরিজ জিতে নিল  নিউজিল্যান্ড।

দ্বিতীয় ম্যাচটি ৮৪ রানে জেতার পর তৃতীয় ম্যাচেও পাকিস্তানকে দুরমুশ করতে চেয়েছিল নিউজিল্যান্ড। আর সেটাও করে দেখালো তারা। সিরিজের তিনটি এক দিবাসীয় ম্যাচেই পাকিস্তানকে হেলায় হারিয়েছে কিউইরা। পরপর তিনটি ম্যাচে জয় পেয়ে রীতিমত উচ্ছসিত ব্রেসওয়েলরা।  এই জয়কে ব্যাপকভাবে  সেলিব্রেট করছেন নিউজিল্যান্ডের সব খেলোয়াড়রা। 

বে ওভালের তৃতীয় ম্যাচটায় পাকিস্তানকে ৪৩ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।  স্কিপার মাইকেল ব্রেসওয়েল সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে মনোবল চাঙ্গা হয়ে গিয়েছে। এই জিৎ তাঁকে ব্যাপক খুশি করেছে। তিনি বেশ উপভোগ করেছেন এই পাকিস্তান সিরিজটা। 

এদিন পাকিস্তানের সাথে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে মোট ২৬৪ রান তোলে। এরপর রান তাড়া  করতে গিয়ে পাকিস্তান  ৪০ ওভারের মধ্যেই গুটিয়ে যায়।  এদিন অবশ্য পাকিস্তানকে ৮ ওভার কম খেলতে হত  আউটফিল্ড ভিজে থাকার কারনে। অসাধারণ হাফ সেঞ্চুরি করার জন্যে এবং একটি উইকেট নেওয়ার জন্যে মাইকেল ব্রেসওয়েলকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।  


Loading

Leave a Comment