
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কলম্বো, শ্রীলঙ্কা, ০৫/০৪/২০২৫ : থাইল্যান্ড সফর সেরে শ্রীলংকা সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন বিদেশমসন্ত্রী এস জয়শঙ্কর।
থাইল্যান্ডে বিমসটেক বৈঠক সেরে এবার শ্রীলংকা সফরে গেলেন নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের বৈঠকে তিনি সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পি সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সাথে। থাইল্যান্ডে বিমসটেক বৈঠক সেরেই গতকাল রাত্রে মোদী পৌঁছে যান শ্রীলংকায়।
২০১৯ সালের পর নৰেন্দ্ৰ মোদী এই প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে পদার্পন করলেন। বৃষ্টি উপেক্ষা করেই শ্রীলঙ্কার ৬ জন সিনিয়র মন্ত্রী বিমানবন্দরে উপস্থিত ছিলেন মোদীকে স্বাগত জানাতে। এরপর শ্রীলঙ্কা সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদীকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকের আমন্ত্রণে ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত সেই দেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। শ্রীলংকায় নরেন্দ্র মোদীকে দেওয়া হল সে দেশের সর্বোচ্য সন্মান মিত্র ভিবুষণ এওয়ার্ড।
এই কয়েকদিনে, ভারত শ্রীলঙ্কার যৌথ উদ্যোগগুলিকে ঝালিয়ে দেখে নেওয়া হবে. বেশ কিছু নতুন উদ্যোগের সূচনাও হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দুই দেশের মৈত্রী ও ভাতৃত্বকে অটুট রাখতেই মোদীর এই সফর। এই সফরকালে দুই দেশের বোঝাপড়া আরও মজবুত করে গড়ে তোলা হবে। জোর দেওয়া হবে বৈদেশিক বাণিজ্য, যোগাযোগ এবং প্রতিরক্ষার বিষয়ে। .