পাকিস্তানকে দুরমুশ করল নিউজিল্যান্ড 

আজ খবর (বাংলা) [খেলা], হ্যামিল্টন, নিউজিল্যান্ড, ০২/০৪/২০২৫ : পাকিস্তানকে দুরমুশ করে গোটা ওয়ান ডে সিরিজটাই পকেটে পুরে  নিল  নিউজিল্যান্ড।  শেষ ম্যাচে হ্যামিল্টনে পাকিস্তানকে ৮৪ রানে হারালো নিউজিল্যান্ড।

বুধবার ওয়ানডে ম্যাচে হ্যামিল্টনের পিছে নিউজিল্যান্ড ৫০ ওভার  ব্যাট করে মোট ২৯২ রান তুলেছিল ৮ উইকেট খুইয়ে। পাকিস্তানের সামনে তারা রেখেছিল ২৯৩ রানের পাহাড় সমান টার্গেট। সেই রান তারা করে শিখরের কাছাকাছিই পৌঁছাতে পারে নি পাকিস্তান। তারা ৪১. ২ ওভারের মধ্যেই গুটিয়ে  গিয়েছিল। পাকিস্তানের  মোট সংগ্রহ ছিল ২০৮ রান. কোনো রকমে তারা ২০০র গন্ডি পার করতে পেরেছিল।  অবশ্য 

ফাইনাল ম্যাচ অবশ্য এখনো বাকি আছে. ফাইনাল খেলতে নিউজিল্যান্ড দলও  পৌঁছে গিয়েছে মৌনগানুইয়ে। সেখানেও পাকিস্তানকে হারানোর টার্গেট নিয়ে মাঠে নামবে কিউইরা। ইতিমধ্যেই সিরিজ জেতা হয়ে গিয়েছে তাদের। এখন বাকি আছে শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ, সেটাও হাতছাড়া করতে রাজি নয় নিউজিল্যান্ড। ওয়ান ডে  সিরিজ তারা ৩-০ স্কোরেই জিততে চায়। 

Loading

Leave a Comment