
আজ খবর (বাংলা), [রাজনীতি], চম্পারণ, বিহার, ০৪/০৫/২০২৫ : আজ ভারত সরকারের কাছে ‘হেরো’ পাকিস্তানকে জবরদস্ত শাস্তি দেওয়ার দাবী জানালেন AIMIM এর সর্বোচ্য নেতা আসউদ্দিন ওবেইসি।
বিহারের একটি জনসভায় ওবেইসি বলেন,”আমি আশা করব হেরো দেশ পাকিস্তানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিছু একটা কঠোর পদক্ষেপ নেবেন , এমন একটা শাস্তি দেবেন, যাতে আগামী দিনে পাকিস্তান ভারতের ক্ষতি করার জন্যে এদেশে কাউকে পাঠানোর আগে অন্তত একশো বার ভাবনা চিন্তা করে।” বিগত দিনে পাকিস্তান যে ভারতে সন্ত্রাসবাদী পাঠিয়েছে তার প্রমান চেয়ে নিজেকেই হাস্যকর করে তুলেছে বলে মনে করেন ওবেইসি।
এদিন ওবেইসি বলেন, “পাকিস্তান নির্লজ্জভাবে প্রমান চাইছে। তোমাদেরকে আমরা ডাকিনি পাঠানকোটে বায়ু সেনার বেসে তোমাদের লোক কিভাবে সন্ত্রাস ছড়িয়েছিল দেখাবার জন্যে ? তোমরা টিম পাঠিয়েছিলে, তারা সচক্ষে দেখে গিয়েছিল, তা সত্বেও তোমরা ওই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাই গ্রহণ কারো নি। “
এরপর আসাউদ্দিন ওবেইসি ব্যক্তিগত একটা ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, “২০০৮ সালে ২৬/১১ তারিখে আমার এক মেয়ে, সদ্য বিয়ে করেছিল, মুম্বই ভিটি স্টেশনে জঙ্গীদের শিকার হয়েছিল, প্রাণ দিতে হয়েছিল তাকে এবং তার পরিবারকে। পাকিস্তান কখনোই স্বীকার করবে না যে তাদের দেশ থেকেই সন্ত্রাসবাদীরা ভারতে আসছে এবং এদেশে এসে নাশকতার কাজ কর পালিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “পাকিস্তান একটি ব্যর্থ দেশ। এই দেশ ভারতকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না।এবার সময় এসেছে এদেরকে একটা কঠিন শাস্তি দেওয়ার। যাতে করে অন্তত সন্ত্রাসবাদের পুরোপুরি সমাপ্তি হয়। জঙ্গীপনা যেন চিরতরে শেষ হয়ে যায়। বাংলাদেশ থেকেও কে যেন বোকার মত বলেছে যে তারা উত্তর-পূর্ব ভারত নিয়ে নেবে। তাকে মনে করিয়ে দিতে চাই, যে দেশে তোমরা শান্তিতে বসবাস করার সুযোগটুকু পাচ্ছ, সেটাও ভারতের সৌজন্যে। ভারত না হলে সেটাও তোমরা পেতে না। “