মুর্শিদাবাদে আগেই যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর : দিলীপ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৫/২০২৫ : আজ মুর্শিদাবাদের হিংসা  বিদ্ধস্ত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর আরও আগেই সেখানে যাওয়া উচিত ছিল বলে সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ যাওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, “মুর্শিদাবাদের হিংসা পীড়িত এলাকায় মুখ্যমন্ত্রীর আগেই যাওয়া উচিত ছিল। উনি যান নি কেন ? উনি আগে ইমামদের ডেকে  সভা করলেন, তারপর মন্দির উদ্বোধন করলেন।  কিন্তু ওই  এলাকাটি হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছে, যখন তাঁরা বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদের ঘরবাড়ি সব পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন তিনি একেবারে নীরব থেকেছেন। একটি কথাও বলেন নি। তিনি হিংসা পীড়িত এলাকায় যেতে এতটাই দেরি করলেন, যে ততদিনে সমস্ত প্রমান তথ্য সরিয়ে ফেলা সম্ভব হয়েছে।”

দিলীপ ঘোষ আরও বলেন, “বর্তমানে সরকারি আধিকারিকরা সেখানকার ভেঙে যাওয়া  বা পুড়ে যাওয়া বাড়ি ও মন্দিরগুলিকে এমনভাবে সারিয়ে দিচ্ছেন যাতে বোঝাই না যায় কিছুদিন আগে ওই এলাকায় কি ঘটে গিয়েছে। ” মমতা কেন ওই এলাকায় যেতে পারেন নি, প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা শোভনদেব চ্যাটার্জি অবশ্য বলেন, “ওই এলাকা অশান্ত থাকার কারণেই মুখ্যমন্ত্রী ঐ  এলাকায় যেতে পারেন নি। “


Loading

Leave a Comment