জঙ্গীদের ধরিয়ে দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা 

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৪/০৪/২০২৪ : যে কয়েকজন জঙ্গী কাশ্মীরের পহেলগাঁওতে নির্মম হত্যাকান্ড চালিয়েছে, তাদেরকে এখনো ধরতে পারে নি নিরাপত্তা বাহিনী বা পুলিশ। তবে পুলিশ আততায়ীদের ছবি স্কেচ করিয়েছে। সেগুলি প্রকাশও  করেছে। 

আততায়ী জঙ্গীদের আঁকা ছবি কাশ্মীর পুলিশ প্রকাশ করেছে এবং ঘোষণা করে দিয়েছে এই জঙ্গীদের ধরিয়ে দিতে পারলে বা খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে.  মনে করা হচ্ছে বৈশরণ  উপত্যকা ঘিরে থাকা পাইন ও আলপাইন অরণ্যের মধ্যে দিয়ে তারা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে কাশ্মীর জুড়ে। 

এদিকে পর্যটনের মরসুম শুরু হওয়ার আগেই পর্যটক শূন্য হতে বসেছে কাশ্মীর উপত্যকা। মাথায় হাত কাশ্মীরের ব্যবসায়ীদের। গতকাল বনধ  পালিত হয়েছে সেখানে।  আজ জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে বিশাল মিছিল বের করা হয়েছিল শ্রীনগরে। পহেলগাঁওয়ের ঘটনায় গোটা দেশ ব্যথিত এবং ত্রুদ্ধ। এই জঙ্গীদের মদতদাতা পাকিস্তান যাতে এই ঘটনার জন্যে কড়া  শাস্তি পায় গোটা ভারত আজ সেটাই চাইছে। 

পাকিস্তানের সাথে সব রকম কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে ভারত। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সব পাকিস্তানিকে ভারত ছাড়তে বলা হয়েছে। পুরোনো ভিসা সব বাতিল করে দেওয়া হয়েছে। দিল্লীতে পাক দূতাবাসে কর্মীর সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ্গার নেতৃত্বে সর্ব দল বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত আজই কোনো  বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। 


Loading

Leave a Comment