অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে বিজেপির তিরঙ্গা  যাত্রা 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৩/০৫/২০২৫ : অপারেশন সিঁদুরের অসামান্য সাফল্য দেশব্যাপী প্রচার করে ছড়িয়ে  দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। 

গোটা দেশে অপারেশন সিঁদুরের সাফল্য কাহিনী তুলে ধরতে দেশ জুড়ে তিরঙ্গা  যাত্রার ডাক দিয়েছে বিজেপি। দেশের সর্বত্র ভারতের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করা হবে। এই যাত্রার মূল উদ্দেশ্য হল দেশের বীর  যোদ্ধাদের বীরত্বের এবং অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরা। বিজেপির এই তিরঙ্গা যাত্রা আজ থেকে শুরু হয়েছে এবং এই যাত্রা চলবে আগামী ২৩শে  মে পর্যন্ত।  আজকের তিরঙ্গা  যাত্রায় অংশ নিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা গুপ্তা, বিজেপির জাতীয় সম্পাদক তরুণ চুঘ , দিল্লীর বিজেপি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেব এবং অন্যান্য নেতারা। 

দিল্লীতে এই তিরঙ্গা  যাত্রা শুরু হয়েছে একটি ১০৮ ফুট উঁচু জাতীয় পতাকা নিয়ে। এই যাত্রা আজ শুরু হয়েছিল দিল্লীর কর্তব্য পথ থেকে এবং শেষ হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে। এই বিশাল  শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ, বিজেপি কর্মী এবং বিভিন্ন এন জি ওর প্রতিনিধিরা। ছিলেন সমাজ কর্মীরাও। 


Loading

Leave a Comment