বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দিল পাকিস্তান 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৪/০৫/২০২৫ :  পাকিস্তানি রেঞ্জারদের হাতে অপহৃত বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ফিরিয়ে দিল পাকিস্তান। 

গত ২৩শে  এপ্রিল, জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। সেই সময় অসাবধানতাবশতঃ তাঁর এক পা সীমান্তের ওপারে থাকায় আটক করে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জারের জওয়ানরা। এরপর থেকে টানা বেশ কয়েকদিন ধরে তিনি পাকিস্তানি জওয়ানদের হেফাজতেই আটকে ছিলেন। পাকিস্তানের সাথে সীমান্তে এই ব্যাপারে বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিং হলেও পূর্ণমকে ছাড়িয়ে আনার ব্যাপারে সাফল্য পাওয়া যাচ্ছিল না।

বুধবার বিএসএফের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আজ সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ণম সাউকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। পাকিস্তান জানিয়েছে গত মাসের ২৩ তারিখে আন্তর্জাতিক সীমান্ত পার করার অপরাধে পূর্ণম কুমার সাউকে ফিরোজপুর সীমান্ত থেকে আটক করেছিল পাক রেঞ্জাররা। আজ সকালে তাঁকে ছেড়ে দেওয়া হল।

পূর্ণম সাউ ছিলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদার বাসিন্দা।  তাঁর পরিবারের সাথে যোগাযোগ রাখছিল পশ্চিমবঙ্গ সরকার। তাঁর মুক্তির ব্যাপারে কেন্দ্রের সাথেও যোগাযোগ রেখে চলা হচ্ছিল। পূর্ণম সাউয়ের পরিবার পূর্ণমকে মুক্তি দেওয়ার তদবির করতে পাঠানকোট পর্যন্ত গিয়েছিলেন, তাঁরা নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন বিএসএফের সাথে। বিএসএফ তাঁর পরিবারকে বার বার আশ্বস্ত করেছিল । রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণমের পরিবারের সাথে যোগাযোগ রাখছিলেন তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জি। অবশেষে আজ হল মুক্তি। পূর্ণমকে বিএসএফের হাতে প্রত্যার্পণ করা হয়েছে। 

পূর্ণমকে ইতিমধ্যেই বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হবে. পূর্ণমের মুক্তির খবরে স্বস্তির নিঃশ্বাস  ফেলেছে তাঁর পরিবার এবং দেশবাসী। 


Loading

Leave a Comment