ঈদের খুশি কাটতে না কাটতেই ডায়না নদীতে তলিয়ে গেল সাহিল

আজ খবর (বাংলা), [রাজ্য], নাগড়াকাটা, জলপাইগুড়ি, ০৯/০৬/২০২৫ : ঈদের আনন্দে ঘোর কাটার আগেই ট্র্যাজেডি: ডায়না নদীতে তলিয়ে গেল সাহিল, মৃতদেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের, আজ হবে ময়নাতদন্ত। 

ঈদের উৎসব কাটিয়ে বাড়ি ফেরার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কালচিনি চা বাগানের গোদাস লাইনের বাসিন্দা, ২১ বছর বয়সী সাহিল আনসারী, ঈদের দিন দিদির বাড়ি বেড়াতে এসে আর ফিরে যেতে পারলেন না।

জানা গিয়েছে, শনিবার ঈদের দিন বিকেলে সাহিল বেড়াতে আসেন নাগরাকাটা ব্লকের জলঢাকা আলতার ডাঙ্গা চা বাগানে তার দিদি বাড়িতে। পরদিন, রবিবার দুপুর নাগাদ, সাহিল তাঁর আত্মীয়র সঙ্গে ডায়না নদীতে স্নান করতে যান। সেখানেই ঘটে অঘটন। স্নানের সময় জলের স্রোতে তলিয়ে যান সাহিল।

নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁর কোনও খোঁজ না মেলায় খবর দেওয়া হয় নাগরাকাটা সিভিল ডিফেন্স এবং বানারহাট থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান সিভিল ডিফেন্সের কর্মীরা। এক ঘণ্টার প্রচেষ্টায় সাহিলের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। সাহিলের জামাইবাবু সুদীপ রহমান বলেন, “ঈদের দিন বিকেলে সাহিল আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ দুপুর ২টা নাগাদ সে ডায়না নদীতে স্নান করতে গিয়েছিল। আমার দাদাও সঙ্গে ছিলেন। কিন্তু যে এমন ঘটনা ঘটবে, তা ভাবতেই পারছি না।”

তিনি আরও জানান, ইতিমধ্যেই কালচিনিতে সাহিলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অন্যদিকে, বানারহাট থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

একটি আনন্দের দিনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় সাহিলের পরিবার ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হল কান্নায়।


Loading

Leave a Comment