নদিয়া সীমান্ত এলাকা থেকে ফের দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক 

আজ খবর (বাংলা), [রাজ্য], কল্যাণী সীমান্ত, নদিয়া,  ২৬/০৫/২০২৫ :  বিধানসভা নির্বাচনের আগে নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশের কঠোরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একই ধারাবাহিকতায়, পুলিশ গঙ্গানাপুর থানার অনন্তপুর মোড় এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছে। 

সূত্রের খবর, সোমবার অনন্তপুর মোড এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের নাম লোকনাথ মণ্ডল, সে গঙ্গানাপুর থানা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে রানাঘাট আদালতে হাজির করা হয়। 

অভিযুক্তের কাছে কেন এই অবৈধ অস্ত্র এবং কার্তুজ ছিল এবং তার উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করছে পুলিশ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার সকল থানা এলাকায় পুলিশ তৎপর হয়ে উঠেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অপরাধ প্রতিরোধে ধারাবাহিক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা, যা নিরাপত্তা সংস্থাগুলির সতর্কতা আরও বাড়িয়ে দিয়েছে।


Loading

Leave a Comment