স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পেতেই হুলুস্তুল 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৫/২০২৫ : সল্টলেকে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পাওয়া গেল। আইডি বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। বিধান নগর পুলিশ বোমার খোঁজে তল্লাশি শুরু করেছিল।

সোমবার ভোরবেলায় অচেনা একটি মেইল আইডি থেকে স্বাস্থ্য ভবন অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকদের কাছে একটি মেইল আসে,  সেখানে বলা হয় দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে আইডি বিস্ফোরনে উড়িয়ে দেয়া হবে গোটা স্বাস্থ্য ভবন। 

এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  গোটা বিষয়টি স্বাস্থ্য ভবনের তরফ থেকে  জানানো হয় বিধান নগর পুলিশ আধিকারিকদের। পুলিশ কুকুর এবং বোম স্কোয়াডকে  নিয়ে বিধান নগর পুলিশ তল্লাশি চালায় স্বাস্থ্য ভবনের বিভিন্ন জায়গায়।  তবে তন্ন তন্ন করে খুঁজেও কোনো বোমা, বিস্ফোরক বা সেইরকম কোনো বস্তুর সন্ধান পাওয়া যায় নি. 

পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ ভোর ছাড়তে নাগাদ স্বাস্থ্যভনে ‘পাক জিন্দাবাদ’ নাম একটি ইমেল আইডি থেকে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার মেইল আসে. সেই মেইলে বলা হয়েছিল আজ দুপুর দেড়টা নাগাদ স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে. খবর পেয়ে পুলিশ ও বোম্ব স্কোয়াড সেখানে যায় এবং চিরুনি তল্লাশি শুরু করে.. কোথাও বোমা পাওয়া যায় নি, অবশ্য বিস্ফোরণের ময় ঘটনাও আদৌ ঘটে নি. গোটা বিষয়ই নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশআধিকারিকরা।  


Loading

Leave a Comment