কর্মসংস্থানের জন্যে বাংলা থেকে গিয়ে ৬০ জন আটকে আরবে 

আজ খবর (বাংলা), [রাজ্য], ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, ২৩/০৫/২০২৫ : বাংলা থেকে ষাটজন কর্মসংস্থানের জন্য যাওয়া সৌদি আরবে গিয়ে আটকে থাকা মানুষকে ভারতে ফেরানোর জন্য আবেদন করা হল.

পশ্চিমবঙ্গ থেকে কর্মসংস্থানের জন্য কাজে গিয়ে সৌদি আরবে গিয়ে ৬০ জনের মতন বঙ্গবাসীর বিপদের সম্মুখীন অবস্থায় রয়েছে। দীর্ঘ ছয় থেকে আট মাস ধরে তারা বেতন পাচ্ছে না এমনকি সৌদি আরব থেকে  ভারতীয়দের আসতেও দেওয়া হচ্ছে না।  তাদের পক্ষ থেকে সমাজ  মাধ্যমের মাধ্যমে এক ভিডিও বার্তায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে কাতর আবেদন তাদেরকে যেন অতিসত্বর উদ্ধার করে দেশে ফেরানো ব্যবস্থা করা হয়। আর এই ষাটজনের মধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত হালিশহর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এম.সি. মিত্র রোডের হাজিনগর এলাকার রবি প্রতাপ সিং ।

রবি প্রতাপ সিং এর বাবা অভিমুন্য সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা খুব খুবই উৎকণ্ঠায় আছে।  তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চেয়েছে। তার পাশাপাশি রবি প্রতাপ সিং এর স্ত্রী জুই সিং তার ছোট্ট নাবালক শিশুকে নিয়ে একাকী থাকার কথা জানিয়ে  আবেদন রাখেন অবিলম্বে তার স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করুক সরকার সহ এমপি ,এম এল এদের কাছে। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তিনি প্রধানমন্ত্রী সহ বিদেশ  মন্ত্রকের কাছে আবেদন করেছেন যাতে তাদের দেশে ফিরিয়ে আনা যায়।

এমনকি প্রাক্তন সাংসদ তা র এক্স হ্যান্ডেলেও টুইট করেন । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষরা উৎকণ্টায় দিন কাটাচ্ছে কবে তাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। এখন দেখার প্রশাসন কোন ব্যবস্থা নেয় কিনা সৌদি আরবে আটকে থাকা রবিন প্রতাপ সিং এর ব্যাপারে।


Loading

Leave a Comment