
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/০৫/২০২৫ : আগামীকাল, অর্থাৎ ২৪ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের বৈঠকটি পৌরহিত্য করবেন।
আগামী শনিবার দিল্লীর ভারত মন্ডপমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসকদের নিয়ে আলোচনায় বসবেন। এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘বিকশিত রাজ্য, বিকশিত ভারত @২০৪৫’। আগামী ২০৪৫ সালের মধ্যে দেশ কতটা উন্নতি করবে এবং সেই উন্নতির জন্যে কি কি ধরনের রূপরেখা তৈরি করতে হবে, কি ধরনের পদক্ষেপ নিতে হবে তা নিয়েই বিশদে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী মনে করেন দেশের রাজ্যগুলি বিকশিত না হলে দেশের বিকাশ হবে না। তাই আগে দরকার রাজ্যের বিকাশ। বিকশিত হওয়ার লক্ষ্যে রাজ্যগুলি লক্ষ্য পূরণ করলে গোটা দেশি বিকশিত হবে। এই ব্যাপারে আগামী প্রজন্মের দায়িত্ব কি হবে, তাদের থেকে কতটা প্রত্যাশা করা যাবে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলিও সম্ভবত উঠে আসবে ঐ বৈঠকে।
২০৪৫ সালের টার্গেট মানে আগামী ২০ বছরে দেশ কতটা এগোবে তার রূপরেখা তৈরি করা হবে। মাঝের এই বছরগুলিতে দেশে আভ্যন্তরীন পরিকাঠামোর উন্নয়ন দরকার, নতুন এবং গ্রহণযোগ্য পলিসি দরকার, নতুন অথচ বাস্তবমুখী পরিকল্পনার দরকার। পাশাপাশি বাড়িয়ে তুলতে হবে মানুষের পারদর্শিতা, শিক্ষা এবং জীবিকার নতুন নতুন উপায়। দেশকে শক্তিশালী হতে হবে অর্থনৈতিক দিক থেকে, কূটনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে। তবেই হয়ত ২০৪৫ সালের মধ্যে দেশ সম্পূর্ণ বিকশিত হতে পারবে।