
আজ খবর (বাংলা), [রাজ্য], আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, ২৩/০৫/২০২৫ : সবেমাত্র ১৫ দিন আগেই নির্মাণ হয়েছে কংক্রিটের নিকাশী নালা। আর সেই নালায় সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়ল কংক্রিটের নিকাশী নালার ওয়ার্ল্ড। আর সেই কাজে নিম্নমানের কাজের পাশাপাশি লক্ষ লক্ষ টাকা সরকারি অর্থ অপচয় ও তছরূপের অভিযোগ উঠল মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগানের পাকা লাইন এলাকায়।
প্রসঙ্গত জানা যায় মাত্র ১৫ দিন আগেই মাদারিহাট ব্লকের শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ২৮৯,৩৭৯ টাকা , ব্যয় করে কংক্রিটের নিকাশী নালা নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল গ্রাম পঞ্চায়েত। আর সেই কাজেই প্রথম থেকেই নিম্নমানের কাজ করেই চলেছিল ঠিকাদার সংস্থা। তাদেরকে একাধিকবার গ্রামের বাসিন্দারা বিষয়টি জানালেও তারা কোনোভাবেই কর্ণপাত করেনি। ফলে একদিনে সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে গিয়েছে শব্দ নির্মিত নিকাশী নালার ঢালাই। যদিও সেই নিকাশি নালা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন গ্রামবাসী।
তবে ঠিকাদারি সংস্থাকে স্রেফ কটাক্ষ করেই কি দায় এড়াচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান, নাকি এর পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে, তা জানা যায় নি.।