কোন পরিস্থিতিতে শিক্ষকদের ওপর লাঠি ও লাথি চার্জ করা হয়েছিল তার ব্যাখ্যা দিল পুলিশ 

সিপি মনোজ কুমার বর্মা

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০৪/২০২৫ :  সেদিন (৯ তারিখ) এসএসসি বিল্ডিংএর  সামনে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশ যেভাবে  লাঠিচার্জ  লাথি চার্জ করেছিল, তার নিন্দার ঝড় উঠেছিল সব মহলেই। কিন্তু সেদিন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছিল, আহত হতে হয়েছিল বলে জানালেন পুলিশ কর্তারা। সাংবাদিকদের ডেকে একটি বৈঠক করে সেদিনকার অডিও এবং ভিডিও তুলে ধরা হল সংবাদ মাধ্যমের সামনে। 

এই ব্যাপারে জয়েন্ট সিপি ক্রাইম রূপেস কুমার বলেন, “৯ তারিখে শর্ট নোটিশে আমরা খবর পাই, চাকরি হারা শিক্ষকরা জমায়েত করেছেন DI অফিসে।আমাদের পুলিশ Arrengement করা হয়েছিল। যাতে শান্তিপূর্ণ ভাবে ওনারা প্রতিবাদ করতে পারেন। বালিগঞ্জ থেকে এসে ওনারা জোর করে গেট খোলার চেষ্টা করেছিলেন। প্রথম ব্যারিকেড ভেঙে, পরের গেট এ ঢোকার চেষ্টা হয়।  ভিতরে এন্ট্রি করে শেষ লেয়ারের গেট (কলাপসিবল গেট) এ জমা হয়ে পরের প্যাডলক ভেঙে ফেলার চেষ্টা করেন। আমরা একটা ভিডিও দেখাচ্ছি যেখানে প্রভোক করছেন গেট ভেঙে দেওয়ার জন্য। পুড়িয়ে দেওয়ার জন্য।ওই সময়ও পুলিশ শান্তিপূর্ণ ভাবে আটকানোর চেষ্টা করে। সেদিন পুলিশের উপর অ্যাসল্ট করা হয়েছে। তারপর পুলিশ ব্যবস্থা নেয়। আন্দোলনকারীরা  ১২:১৫ নাগাদ পৌঁছানোর পর ১২: ১৮ ফার্স্ট ব্যারিকেড ভেঙেছেন। পুলিশ একদম শেষ পর্যায়ে ব্যবস্থা নিয়েছে। তার আগে পর্যন্ত শান্তি বজায় রাখতে স্বরকমভাবে চেষ্টা করে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “প্রথম ভিডিও তে সাউন্ড আসছে যে আমরা ভেঙে দেবো। পুলিশ সবসময় শান্ত থাকতে অনুরোধ রেখেছে। পরের ছবিতেও দেখুন, ব্যারিকেড ভাঙবার চেষ্টা হয়েছে। পুলিশ কিন্তু কোনও ফোর্স তখনও করেনি। স্কেলিং করার চেষ্টা হয়েছে মহিলা পুলিশ কর্মীর বডির উপরে উঠে পা দিয়ে স্কেল করবার চেষ্টা হয়েছে। কংক্রিট স্ল্যাব দিয়ে ভিতর ঢুকে প্যাডলক ভাঙবার চেষ্টা হলো। গেটের তালা ভেঙে ফেলা হবে বলে শোনা যাচ্ছে শুনুন। পরিষ্কার অডিও। প্রভোক করার পর গেটের তালা ভেঙে ফেলা হবে বলে শোনা যাচ্ছে শুনুন। পরিষ্কার ওডিও। প্রভোকে করার সাথে সাথে পুলিশের উপর আঘাত হানবার চেষ্টা করেছেন ওনারা। লাস্ট লেয়ারের পর তারা একজন পুলিশ কর্মীকে মারবার চেষ্টা করেছেন।  ১২:২৮ থেকে ১২:৩০ পুলিশ কর্মীকে অ্যাসল্ট করা হয়। ভিডিও এভিডেন্স দেখালাম। আমাদের মোট ১৩ পুলিশ অফিসিয়াল ইনজিওর্ড। সার্জেন্ট সঞ্জয় মন্ডল এখন রুবি হাসপাতালে ভর্তি, আইএসআই  লিটন  দাস গুরুতর আহত হয়েছেন।  তাঁর মেডিকেল চেক আপ হয়েছে (ইনিই সেদিন শিক্ষকদের লাঠি মেরেছিলেন, তাঁর ছবি ভাইরাল হয়েছে )।”

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপি মনোজ কুমার বর্মা। তিনি বলেন, “It was a teacher’s programme.কেউ ওখানে গিয়ে ওই পরিস্থিতি করবে এটা আশাপ্রদ ছিল? তালা লাগানো আর তালা ভাঙ্গা দুটো এক নয়। প্রথম হলো, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, তার মেডিকেল রিপোর্ট দেখবেন একটু।Teacher দের প্রতিবাদ কর্মসূচি তে এই পরিস্থিতি হবে এটা এক্সপেকটেড ছিল না। ওর ইনজুরি বিভিন্ন জায়গায় আছে। কবে হাঁটতে পারবে সেটা আমরা জানি না। পুলিশের বিরুদ্ধে অনেক কিছু বলে হচ্ছে। গুন্ডা বলা হচ্ছে। কিন্তু এটা এক্সপেকটেড নয়, পুলিশকে কেউ injured করবে পুলিশ একশন নেবে না ?ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আর জি কর- এর পর অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের।  প্রতি সপ্তাহে আমরা মিটিং করি। থানা লেভেল এ প্রতি মাসে মিটিং হয়। বারবার এটা বলা হয় কোথায় কি করতে হবে।   How to deal with public, how to deal with women আমরা শেখাই।  Every time আমরা এটা বোঝাই, শেখাই।Every time আমরা এটা বোঝাই সেখাই।আমি খবর পাওয়ার পর আমি জানাই। যে টিচার্স ওখানে থাকবে। সেদিনকার ঝামেলায় করা কারা ছিল আমরা তদন্ত করছি। We’re not disclosing their identity for investigation।I don’t know আপনারা কলকাতা পুলিশের কি নিয়ম থানায় থাকে তা জানেন কিনা।

জয়েন্ট সিপি ক্রাইম রূপেস কুমার

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপি মনোজ কুমার বর্মা। তিনি বলেন, “It was a teacher’s programme.কেউ ওখানে গিয়ে ওই পরিস্থিতি করবে এটা আশাপ্রদ ছিল? তালা লাগানো আর তালা ভাঙ্গা দুটো এক নয়। প্রথম হলো, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, তার মেডিকেল রিপোর্ট দেখবেন একটু।Teacher দের প্রতিবাদ কর্মসূচি তে এই পরিস্থিতি হবে এটা এক্সপেকটেড ছিল না। ওর ইনজুরি বিভিন্ন জায়গায় আছে। কবে হাঁটতে পারবে সেটা আমরা জানি না। পুলিশের বিরুদ্ধে অনেক কিছু বলে হচ্ছে। গুন্ডা বলা হচ্ছে। কিন্তু এটা এক্সপেকটেড নয়, পুলিশকে কেউ injured করবে পুলিশ একশন নেবে না ?ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আর জি কর- এর পর অনেক ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ কর্মীদের।  প্রতি সপ্তাহে আমরা মিটিং করি। থানা লেভেল এ প্রতি মাসে মিটিং হয়। বারবার এটা বলা হয় কোথায় কি করতে হবে।   How to deal with public, how to deal with women আমরা শেখাই।  Every time আমরা এটা বোঝাই, শেখাই।Every time আমরা এটা বোঝাই সেখাই।আমি খবর পাওয়ার পর আমি জানাই। যে টিচার্স ওখানে থাকবে। সেদিনকার ঝামেলায় করা কারা ছিল আমরা তদন্ত করছি। We’re not disclosing their identity for investigation।I don’t know আপনারা কলকাতা পুলিশের কি নিয়ম থানায় থাকে তা জানেন কিনা।

Duty official যখন কেউ থাকে তখন কোনো কেস রেজিস্টার হলে সে হয় আইও। চেঞ্জ করা হয়, অনেক বার চেঞ্জ করা হয়েছে। পরেও চেঞ্জ করা হয়।  His name was there. He was duty officer of that time।He was initial IOHe was duty officer when the case was recorded

বড়ি ক্যামরা আছে। প্রচুর প্রমাণ আছে। এভিডেন্স  আগে আমরা দেখি। অ্যারেস্ট পরেও আমরা করি। বাইরের কারা ছিল আমরা আইডেন্টিফাই করেছি। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় আমরা এখন বলব না। Whatever is lawful that steps will be done.”


Loading

Leave a Comment