কার মৃত্যু কখন আসে কেউ তা জানে না. যে ব্যক্তি কিছুক্ষন আগেই অন্যের আত্মার শান্তি কামনা করছিলেন, সেই ব্যক্তির আত্মার শান্তির জন্যে এখন আর সবাইকে শান্তি কামনা করতে হচ্ছে।

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ১৩/০৬/২০২৫ : প্রয়াত হলেন বলিউডের অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি আজ শেষ নিঃশ্বাস ফেলেছেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে।
সঞ্জয় কাপুর ছিলে একজন সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি ছিলেন সোনা কম্পস্টারের চেয়ারম্যান। তাঁদের সংস্থা ইলেকট্রিক গাড়ির জটিল প্রযুক্তির অংশগুলি তৈরি করে। সাঁজপি ছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুরের স্বামী। তাঁদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। ২০১৬ সালে সঞ্জয়ের সাথে করিশ্মার বিবাহ বিচ্ছেদ হয়। তারপর তিনি বিয়ে করেন রিচা সচদেবকে।
সঞ্জয় কাপুর বর্তমানে ইংল্যান্ডেই থাকছিলেন। সেখানেই পোলো খেলতে খেলতে তিনি একটি মৌমাছি খেয়ে ফেলেন, তারপরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফ থেকে। মৃত্যুর আগে তিনি আমেদাবাদ বিমান দুর্ঘটনার জন্যে শোকাহত হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। মৃতদের জন্যে প্রার্থনা করেছিলেন, আর এখন তাঁর জন্যেই অন্যান্যদেরকে প্রার্থনা করতে হচ্ছে। মৃত্যুকালে সঞ্জয় কাপুরের বয়স হয়েছিল ৫০ বছর।
.