কথায় বলে’রাখে হরি তো মারে কে ?’ ও যেন সেই ঘটনা। এতটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সত্বেও প্রাণে বেঁচে গেলেন এক যাত্রী, তাকেহাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ খবর (বাংলা), [দেশ], আহমেদাবাদ, গুজরাট,, ১২/০৬/২০২৫ : আজ দিন শুরু হতে না হতেই দুপুরবেলায় গুজরাটে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর এসে পৌঁছেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় সব বিমানযাত্রী, পাইলট ও কেবিন ত্রু -এর বলে আশঙ্কা করা হচ্ছে।
‘প্রায়’ শব্দটি ব্যবহার করা হল, কারন ঐ অভিশপ্ত বিমানের মধ্যে একজন ভাগ্যবান যাত্রীকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। বিমান দুর্ঘটনার জেরে তিনি গুরুতরভাবে জখম হয়েছেন, সম্ভবত পুড়েও গিয়েছেন, তবে তাঁর দেহে এখনো প্রাণ রয়েছে। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
আমেদাবাদ পুলিশ জানিয়েছে, “বিমানটি আহমেদাবাদ থেকে উড়ে গিয়ে একটি ডাক্তারদের হোস্টেলে ধাক্কা মেরেছিল।মৃতের সংখ্যা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিমানটি লোকালয়ে আছড়ে পড়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গ্যাটউইক গামী বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, তার মধ্যে ১৬৯ জন ভরতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগীজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন।”
আমেদাবাদ পুলিশ জানিয়েছে, “তদন্ত ও উদ্ধারকাজ চালানোর সময় ১ জনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। তিনি ওই অভিশপ্ত বিমানের ১১এ আসনে বসেছিলেন।” তাঁর নাম রমেশ বিশ্বাসকুমার,. তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।