তৃনমুলের বিজয় উল্লাস প্রাণ কেড়ে নিল একটি বাচ্ছা মেয়ের, এটাই কি গণতন্ত্রের নমুনা ? প্রশ্ন বিজেপির

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০৬/২০২৫ : কালীগঞ্জের মত জায়গাগুলিতে গণতন্ত্র বলে আর কিছু নেই বলে করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
উপ নির্বাচনের দিন যখন তৃণমূল সমর্থকেরা কালীগঞ্জে বিজয় উল্লাসে মেতেছিল, সেই সময় একটি বাড়িকে লক্ষ্য করে কেউ বোমা ছুঁড়ে দেয়। আর সেই বোমা ফেটেই মৃত্যু হয় ১৩ বছর বয়সী এক নাবালিকার। সেদিন একটি বোমা বিস্ফোরণ গোটা গ্রামের চিত্রটাই বদলে দেয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শোকাহত হয়েছেন এবং এই ঘটনার নিরপেক্ষ পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের আচরণ এবং ঐ এলাকায় গণতন্ত্রহীনতাকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, “ঐ জায়গাটি মুসলিম অধ্যুষিত। মুসলিম ভোট বেশি। এই মুসলিম ভোটকেই টার্গেট করে থাকে তৃণমূল কংগ্রেস। মুসলিম ভোটের ওপর ভরসা করে থাকা তৃণমূল কংগ্রেস সেদিন বিজয় উল্লাস পালন করছিল। সেদিন কেউ একজন সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। যেখানে বোমাটি ফাটে, ঠিক সেখানেই দাঁড়িয়েছিল ১৩ বছর বয়সী একটি মেয়ে। ঘটনাস্থলেই মেয়েটি লুটিয়ে পরে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায় নি। মেয়েটি মারা যায়।
এই ঘটনাটিকেই কটাক্ষ করে বিবৃতি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।