
আজ খবর (বাংলা), [রাজনীতি], কালীগঞ্জ, নদীয়া, ০৪/০৬/২০২৫ : সকাল থেকেই কর্মীদের নিয়ে এলাকায় এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপ প্রার্থী আশিষ ঘোষ। প্রচার সেরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজনও সারলেন তিনি।
নদীয়ার কালিগঞ্জ উপনির্বাচনের দিন ঘোষণা থেকেই একাধারে যেমন প্রশাসনের ব্যস্ততা নজরে এসেছে, তেমনই নজরে এসেছে রাজনৈতিক দলেরও ব্যস্ততা, যদিও নাম ঘোষণার পর থেকে, প্রচার সহ মনোনয়ন জমা করার ক্ষেত্রে সকলকে পেছনে ফেলে ময়দানে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস।
কিছুটা সময় বিলম্ব হলেও এই উপনির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও ।
বিজেপির তরফে এবারে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আশিষ ঘোষ, যিনি স্থানীয় দেবগ্রাম এলাকার বাসিন্দা, একাধিকবার পঞ্চায়েত সদস্যও ছিলেন, আর নাম ঘোষণার সময় থেকেই প্রচারে নেমে পরেছেন তিনি। আর এদিন দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকেই এলাকায় এলাকায় প্রচার করতে দেখা যায় তাঁকে। প্রার্থী আশিষ ঘোষ জানান, “এদিন তিনি মাটিয়ারী পঞ্চায়েত ও ফরিদপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেটে প্রচার করেন, কথা বলেন স্থানীয়দের সাথে”। আশিষ ঘোষ আরও বলেন, “এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া রয়েছে, এবারে মানুষ বিজেপিকেই ভোট দেবে।”
এলাকায় সাধারণ মানুষের থেকে কি কি অভিযোগ পেলেন প্রশ্নের জবাবে আশিষ বাবু জানান “তৃণমূলের যে পাহাড় প্রমান দুর্নীতি আছে, সাধারণ মানুষ তার থেকে নিস্তার পেতে চায়।” আর তাই এবার সব ভোট বিজেপিকেই দেবে বলেও আশাবাদী বলে জানান তিনি । এই দিন প্রচার শুরুর আগে মা কুলাইচন্ডি মন্দিরে পূজো দিয়ে প্রচারের নামেন বিজেপির পার্থী আশিষ ঘোষ। এরপর প্রচারের মাঝে দলীয় এক কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি।