
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ০৫/০৬/২০২৫ : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্দেশনামায় সাক্ষর করলেন, যে নির্দেশনামায় বলা আছে বিশ্বের ১২ থেকে মানুষ আমেরিকায় প্রবেশ করতে পারবে না. পাশাপাশি আরও কিছু দেশের নাম থাকছে এই নির্দেশ নামে যে দেশের বাসিন্দাদের আমেরিকায় প্রবেশ করার ব্যাপারে সীমিত ঘোষণা করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট একটি নতুন নির্দেশনামায় সাক্ষর করেছেন, যে সাক্ষরনামা বলছে বিশ্বের ১টি দেশের মানুষ আমেরিকায় প্রবেশাধিকার পাবে না. এই দেশগুলি হল আফগানিস্তান, চাদ, কঙ্গো, মায়ানমার, গিয়েনা, এরিট্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আমেরিকার জাতীয় নিরাপত্তার সুরক্ষার স্বার্থে প্রেসিডেন্ট এই ধরনের নির্দেশনামায় সাক্ষর করেছেন বলে জানানো হয়েছে।
পাশাপাশি আরও কিছু দেশের বাসিন্দাদের প্রবেশাধিকার সীমারেখা টানা হয়েছে ঐ নির্দেশনামায়। অর্থাৎ শর্ত সাপেক্ষে সেই দেশগুলির বাসিন্দাদের সীমিত সংখ্যায় আমেরিকায় প্রবেশ করতে দেওয়া যাবে। সেই দেশগুলি হল বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা, লিওনে, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘তাঁর কাছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের নিরাপত্তা সবার আগে স্থান পায়. যে সব দেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের থেকে অতীতে নিশ্চয়ই কোনো হুমকি বা সেই ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে এই দেশগুলির বাসিন্দাদের আমেরিকায় প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হয়ত সেই দেশের মানুষ অতীতে আমেরিকার অভিবাসন চুক্তি বার বার লঙ্ঘন করেছে, তাই নিরাপত্তার স্বার্থেই এই ধরনের নির্দেশনামায় সাক্ষর করতে হয়েছে তাঁকে’।