মমতা হিন্দুদের হুমকি দিয়ে রাজ্যটাকে বাংলাদেশ বানাতে চাইছেন : সুকান্ত

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০৪/২০২৫ :  ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে ব্যাপক অশান্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বিজেপি সংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় হিন্দুদের হুমকি দিচ্ছেন। এই রাজ্যটাকে তিনি বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন। 

অশান্ত মুর্শিদাবাদে পুলিশের নিক্রিয়তা এবং মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন,”সেদিন জেনেবুঝেই পুলিশ কোনো সক্রিয়তা দেখায় নি. ওপর মহল চুপ করে ছিল. মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে হুমকি দিয়ে এই রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন। হিংসা বিধ্বস্ত জেলাগুলিতে প্রাতিষ্ঠিতি নরকের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। বেশ কিছু বাড়িতে লুঠপাঠের খবর পাওয়া গিয়েছে। হিন্দু মহিলাদের ভয় দেখানো হচ্ছে। গালিগালাজ করা হচ্ছে। 

গোটা বিষয়টির ওপর কড়া  নজর রেখেছে কেন্দ্র সরকার। এই ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ. অশান্তির জেরে কলকাতা থেকে শিলিগুড়ির পথে দুপাল্লার বাস, ট্রেন বন্ধ রাখা হয়েছিল। কিছু কিছু ট্রেনের রুট বদলানো হয়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিএসএফকে নামানো হয়েছে। এই মুহর্তে বিএসএফ জওয়ানরা নজরদারীর কাজ করছে। 


Loading

Leave a Comment