জনগণনার সাথে জাতি গণনাও  করার সিদ্ধান্ত কেন্দ্রের 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০১/০৫/২০২৫ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আসন্ন জনগণনার মধ্যে জাতগণনার বিষয়টিও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ও সমাজের সার্বিক স্বার্থরক্ষায় বর্তমান সরকারের দায়বদ্ধতার প্রতিফলন এই সিদ্ধান্ত। 

সংবিধানের ২৪৬ ধারা অনুযায়ী জনগণনার বিষয়টি সপ্তম তপসিলে কেন্দ্রের এক্তিয়ারের মধ্যে পড়ে। কয়েকটি রাজ্য জাতপাত সংক্রান্ত সমীক্ষা চালালেও তা বহুলাংশেই অসম্পূর্ণ। বহু ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে বিষয়টির মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গী প্রকট। ফলে সমাজে এই নিয়ে একটা সন্দেহ রয়ে গেছে। সেকথা মাথায় রেখেই জনগণনার মূল পরিসরের মধ্যে জাতগণনার বিষয়টিকেও নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে – যাতে রাজনৈতিক প্রভাবে সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না হয়। 

 কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ভারতীয় সমাজ অর্থনৈতিক এবং আরও নানা দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে। দেশের বিকাশের কাজ হবে বিঘ্নহীন। একথা মনে রাখা দরকার সমাজের অর্থনৈতিক দিক থেকে অনগ্রসরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সংস্থান কোনও অস্থিরতা তৈরী করে নি। 

 স্বাধীনতার পর থেকেই জনগণনার পরিসর থেকে জাতগণনার বিষয়টি বাদ রাখা হয়। ২০১০ –এ তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ডঃ মনমোহন সিং লোকসভাকে আশ্বস্ত করেছিলেন যে জাতগণনার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিবেচনা করা হবে। বিষয়টি এগিয়ে নিয়ে যেতে একটি মন্ত্রিগোষ্ঠীও গঠন করা হয় এবং বেশিরভাগ রাজনৈতিক দলই জাতগণনার পক্ষে মত দেয়। তা সত্ত্বেও পূর্ববর্তী সরকার জাতগণনার পরিবর্তে কার্যত এই নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল – যা পরিচিত সোশিও-ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস বা এসইসিসি হিসেবে। 


Loading

Leave a Comment