
আজ খবর (বাংলা), [খেলা], ব্যাঙ্গালোর, কর্ণাটক। ০৬/০৬/২০২৫ : আইপিএল ফাইনালের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি কর্তা এবং ইভেন্ট ম্যানেজারদেরকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। আজ তাঁদের মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
আইপিএল ফাইনালের দিন দিল্লী আর ব্যাঙ্গালোরের ম্যাচ উপলক্ষে প্রায় তিন লক্ষ্ মানুষের ভীড় হয়েছিল । ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে ম্যাচ ছেড়েছিল ব্যাঙ্গালোর। সেদিন আরসিবি টিমকে শুভেচ্ছা জানাতে স্টেডিয়ামের বাইরে ভীড় করেছিল প্রচুর মানুষ। সেই অনিয়ন্ত্রিত ভীড় সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। সেই সময় পালাতে গিয়ে প্রায় পঞ্চাশ জন মানুষ আহত হয়েছিলেন এবং ১১ জনের মৃত্যু হয়েছিল।
এই ঘটনার জন্যে পুলিশের বেশ কয়েকজন বড় কর্তাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু এই ঘটনার দায় আরসিবি এবং ডিএনএ নামক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রূপ এড়াতে পারে না, তাই এই দুই কোম্পানির কর্তাদেরও গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাঁদের মেডিকেল টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন যে ঘটনা ঘটেছিল, তার জন্যে কর্ণাটক পুলিশ কর্ণাটক ক্রিকেট কন্ট্রোল বোর্ড, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ডিএনএ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। কর্ণাটক হাইকোর্টে এদের বিরুদ্ধে রিট পিটিশনও জমা পড়েছে। এফআইআরে নাম রয়েছে কর্ণাটক ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, প্রেসিডেন্ট রঘুরাম ভাট , সেক্রেটারি এ শংকর, কোষাধ্যক্ষ ই এস জয়রাম ও অন্যান্যদের। যদিও এঁরা তাঁদের এফআইআর থেকে নাম খারিজ করার ব্যাপারে আবেদন করেছেন।