
আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০৬/২০২৫ : ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল শিলিগুড়ি শহরে। আগুন লাগে একটি বাড়িতে, কিন্তু পুড়ে ঝলসে গিয়েছে তিনটি গাড়ি।
আজ ভোর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইনরোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। আগুনে পুড়েএকাধিক সরঞ্জাম ছাই হয়ে যায়। আগুনের কবলে পরে পুড়ে যায় তিনটি গাড়ি। শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত বলে জানা যায় । আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই খবর দেওয়া হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং দমকলকে।
ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকেরা। অবশেষে ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করে। এই বিষয়ে বাড়ির মালিক বিকি রায় জানান, “আজ ভোররাতে আগুন লাগে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং পরিচয় পত্রগুলিকেও বাঁচানো যায়নি। তবে শেষমেষ ফায়ার ব্রিগেড অতি দ্রুততা এবং তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে। আগুনে বাড়ির সবকিছু পুড়ে যাওয়ার পাশাপাশি তিনটি গাড়িও পুরোপুরি পুড়ে গিয়েছে।