
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ৩০/০৪/২০২৪ : কলিঙ্গ কাপে গোয়ার কাছে ৩-১ গোলে হেরে গেল সবুজ মেরুন দল। সেমী ফাইনালে পৌঁছে গেল গোয়া।
আইএসএল-এ দ্বিমুকুট জয়ী মোহন বাগান সুপার জায়ান্ট কলিঙ্গ স্টেডিয়ামে লড়াই করে হেরে গেল এফ সি গোয়ার কাছে। কোয়ার্টার ফাইনালে কেরালাকে হারিয়ে মোহনবাগান আত্মবিশ্বাসে ফুটছিল। সেই মোহন বাগান আজ গোয়ার কাছে যে ৩-১ গোলে হেরে যাবে সেটা ভাবা যায় নি। যদিও গোয়া এই মূহুর্তে কেরালার চেয়ে অনেক বেশি ব্যালান্সড টিম বলে মনে করা হচ্ছে।
গোয়া দলটিও যেমন তারুণ্যে ভরা তেমন অভিজ্ঞ ফুটবলারও রয়েছে। এই অসাধারন ব্যালান্সটাই আজ সেমিফাইনালে নিয়ে গেল গোয়াকে। পাঞ্জাব এফ দিকে হারিয়ে গোয়া এই জায়গায় এসেছিল।