সুপার সিক্সে শ্রেয়স আয়াররা , ছিটকে গেল ধোনির দল  

আজ খবর (বাংলা),  [খেলা]  চেন্নাই, তামিলনাড়ু, ০১/০৫/২০২৫ :  চিপকের স্টেডিয়ামেচেন্নাই সুপার কিংসকে হারিয়ে সুপার সিক্সে উঠল পাঞ্জাব কিংস।  কিন্তু স্লো ওভার করার জন্যে শাস্তির কোপে পড়লেন স্কিপার শ্রেয়স আয়ার। 

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে পাঞ্জাবের প্রভসিমরন সিং-এর  অসাধারন অর্ধ শতরান এবং যজুবেন্দ্র চাহালের দুর্দান্ত হ্যাট্রিক উইকেট জয় ছিনিয়ে নিয়ে এল পাঞ্জাব কিংস। এদিন আগে ব্যাট করে সিএসকে ১৯.২ ওভারে মোট ১৯০ রান করে অলআউট হয়ে যায়. রান তাড়া  করতে নেমে পাঞ্জাব কিংস ২ বল বাকি থাকতেই ১৯৪ রান তুলে নেয়া। ৪ উইকেটে জিতে যায় পাঞ্জাব। সেইসঙ্গে সুপার সিক্সে জায়গা করে নেয় শ্রেয়স আয়াররা। 

এদিন পাঞ্জাবের হয়ে বল হাতে মাঠে নেমে চাহল ৩ ওভার বল করে ৩২ রান দিয়ে মোট ৪টি উইকেট তুলে নিয়েছেন। আইপিএল যতই এগোচ্ছে, ততই চাহলের বলের দাপট বাড়তে দেখা যাচ্ছে।  ব্যাট হাতে পাঞ্জাবের প্রভসিমরন সিং ৩৬ বলে ৫৪ রান করেন, প্রিয়াংশ আর্য ১৫ বলে ২৩ রান করেন, শ্রেয়স আয়ার  ৪১ বলে ৭২ রান করেন।শশাঙ্ক সিং ১২ বলে ২৩ রান তোলেন। কিংসদের সম্মিলিত রান দলকে সুপার সিক্সে জায়গা করে দেয়. 

ম্যাচ জিতলেও স্লো ওভার বল করায় শ্রেয়স আয়ারকে জরিমানা দিতে হবে. জরিমানার অর্থ ১২ লক্ষ টাকা। তবে ধোনির পারফর্মেন্স নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছে। 


Loading

Leave a Comment