
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেহ, ৩০/০৪/২০২৫ : বাংলাদেসে দীর্ঘ ৫ মাস কারাবাসের পর জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ প্রভু (দাস)।
শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই বাংলাদেশ থেকে এলো সুখবর। গত বছর নভেম্বর মাসে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এরপর থেকে তিনি কারাগারেই বন্দী ছিলেন। আজ তিনি বাংলাদেশের কারাগার থেকে মক্তি পেতে চলেছেন। তাঁর জামিন হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রায় মাস ছয়েক মিথ্যা অভিযোগে ও বিনা বিচারে তাঁকে আটকে রাখা হয়েছিল জেলে।
জেলের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তা সত্ত্বেও তাঁকে ভাল চিকিৎসা কিংবা ওষুধ পথ্য দেওয়া হয় নি বলে অভিযোগ উঠেছিল একাধিকবার। চিন্ময় প্রভুর উপাসনা ব্যাহত হয়েছে বার বার। অথচ তাঁর অপরাধ ঠিক কি সেটাও সরকারিভাবে জানায় নি বাংলাদেশের তদারকি সরকার। শুধু বলা হয়েছিল দেশদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছিল। যিনি বাংলাদেশে বন্যাত্রাণে গিয়ে দুর্গতদের পাশে থাকেন, অনাথদের পাশে থাকেন , তাঁকেই দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর হয়ে বাংলাদেশের যে সব আইনজীবিরা তাঁর হয়ে সওয়াল জবাব করতে চেয়েছিলেন, সেই সময় তাঁরাও আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দুষ্কৃতীদের হাতে। সেই সময় চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্যে সরব হয়েছিলেন ভারতীয় সনাতনী হিন্দুরা। আজ চিন্ময় প্রভুর মুক্তি বিশ্বজুড়ে হিন্দুদের জয় বলে মনে করা হচ্ছে।
জামিন মিললেও চিন্ময় প্রভু আজই মুক্তি পাবেন কিনা, নাকি বাংলাদেশ ইউনুস সরকারের অভিযোগে আরও কিছুদিন তাঁকে জেলেই কাটাতে হবে সেই ব্যাপারে সন্দেহ দেখা দিচ্ছে। আগামী তিনদিন বাংলাদেশ সরকারের ছুটি। এরপর বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে আপিল করতে পারে। কিন্তু যাই হোক না কেন, তাঁর জামিন এখন সুনিশ্চিত তাই তিনি আজ বা কাল কারাগার থেকে বের হয়ে আসতে পারবেন বলে মনে করা হচ্ছে। এখন তাঁর নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হতে চাইছেন তাঁর ভক্তেরা।