ফের সাফল্য এনজেপি থানায়, ছিনতাই কাণ্ডের দুই পান্ডা পুলিশের জালে 

অপরাধ বাড়ছে শিলিগুড়ি শহরতলি অচলগুলিতে, নজরদারি পুলিশের 

আজ খবর (বাংলা), [রাজ্য] নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, ০৬/০৭/২০২৫ : ফের সাফল্য এনজেপি থানার পুলিশের, ছিনতাই কান্ডের দুই পান্ডা পুলিশের জালে। 

এনজেপি থানার পুলিশের তৎপরতায় একের পর এক ছিনতাইকারী বর্তমানে “শ্রীঘরে”। এবার আরোও দুই ছিনতাইকারীকে পাকরাও করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

গত ৮ই এপ্রিল সন্ধ্যায় ট্রাফিক বিভাগের এ এস আই আনিসুর রহমানের স্ত্রী একটি টোটো করে ফুলবাড়ি চুনাভাটি তার নিজের বাড়ি ফিরছিলেন, ঠিক তখন উত্তরকন্যার সামনে দুই যুবক বাইক করে এসে মহিলার হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনায় ঐ টোটোতে  পরে মহিলা অল্প বিস্তর আহত হন।  তার পরের দিন অর্থাৎ ৯ই এপ্রিল এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী পুলিশ কর্মী  আনিসুর রহমান। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।

দীর্ঘ  প্রায় ৩ মাস পর অবশেষে কাওয়াখালি এসিয়ান হাইওয়েতে পুলিশের জালে ধরা পরে রাঙ্গাপানির বাসিন্দা প্রসেনজিৎ দাস (অভি) ও চন্দ্র বর্মন নামে  দুই যুবক।  জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে উদ্ধার হয় মহিলার ছিনতাই হওয়া মোবাইলটি,   আটক করা হয় ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত বাইক।  তবে ছিনতাই হওয়া সোনার অলংকার,নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। 

পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতরা দীর্ঘ দিন ধরেই বিভিন্ন অপরাধ মুলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে ।  তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায়।   শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।


Loading

Leave a Comment